দেখে নিয়ো একদিন 
স্বপ্নকে ছোঁবো ঠিক
হবো আমি জ্ঞানবান
প্রজ্ঞাতে রোবোটিক!

জ্ঞানে আর বিজ্ঞানে
হবো আমি গবেষক
অজানাকে জানবার
মনে কতো হবে শখ।

ভিনগ্রহে কী কী হয়
কই থাকে এলিয়েন
পৃথিবীতে এলে পরে
আঁখিদ্বয় মেলিয়েন।

যাবো আরও মঙ্গলে
চাঁদে যাবো বেড়াতে
জানি কেউ অযথাই
আসবে না ফেরাতে।

মেধাগুণে হয়ে যাবো
আমি ইনোভেটিভও
কাজ দেখে বাকহারা
হবে আরও নেটিভও।

দেখে নিয়ো একদিন
হবো আমি বড়ো যে
ভালোবেসে সেইদিন
কাছে এসো গরজে!

বিষয় : ছড়া-কবিতা

মন্তব্য করুন