- ফিচার
- শ্রদ্ধা-ভালোবাসায় সুচিত্রা সেনকে স্মরণ
শ্রদ্ধা-ভালোবাসায় সুচিত্রা সেনকে স্মরণ
স্মৃতি সংগ্রহশালা না হওয়ায় ক্ষোভ

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী আসাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল প্রমুখ।
সভায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি উদ্ধারের ১৩ বছর পরও সেখানে স্মৃতি সংগ্রহশালা বা আর্কাইভ গড়ে না ওঠায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
জেলা প্রশাসন থেকে এ দিন কোনো আয়োজন না করায় নিন্দা জানিয়ে তাঁরা বলেন, আবারও আন্দোলনের সময় এসেছে। বাড়িটি উদ্ধারে যেমন আন্দোলন সফল হয়েছিল, ঠিক সেভাবে ঐক্যবদ্ধভাবে সেখানে সংগ্রহশালা করার আন্দোলনে নামতে হবে। দ্রুত স্মৃতি সংগ্রহশালার কাজ শুরু করে সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে সরকারের প্রতি আহ্বান জানান সাংস্কৃতিক কর্মীরা।
মন্তব্য করুন