আসছে ভাষার মাস! তাই ভাষা নিয়ে ইচ্ছেমতো গল্প, ছড়া, কবিতা কিংবা যা খুশি তা-ই লেখার, অথবা, ইচ্ছেমতো ভাষার ছবি আঁকার সময় এসে গেছে। ঝটপট লেখা আর ছবি পাঠিয়ে দাও আমাদের কাছে। সবচেয়ে মজার লেখাগুলো, সবচেয়ে মজার ছবিগুলো যত্ন করে ছেপে দেবো আমরা। তাই লেখা কিংবা ছবির সঙ্গে নিজের নাম, বয়স, ক্লাস ও স্কুলের নাম-ঠিকানা লিখে দিও কিন্তু...
আমাদের ঠিকানা
ফড়িং মিয়া, ঘাসফড়িং, দৈনিক সমকাল, ৩৮৭ তেজগাঁও শি/এ, ঢাকা