বার্ষিক সাহিত্য পুরস্কারের জন্য পেন আমেরিকা দীর্ঘ তালিকা প্রকাশ করেছে। শতাধিক লেখক এ অলাভজনক প্রতিষ্ঠানটির পুরস্কারের জন্য প্রতিযোগিতা করেছে। চারজন লেখক একাধিক বিভাগে মনোনীত হয়েছেন। ইফ আই সারভাইভ ইউ গ্রন্থের জোনাথন এসকফেরি এবং নাইট অব দ্য লিভিং রেজ গ্রন্থের মরগান টাল্টি উভয়েই যে পেন/ জ্যঁ স্টেইন পুরস্কার ও ছোটগল্প সংগ্রহকে দেওয়া পেন/ রবার্ট ডব্লিউ বিংহাম পুরস্কারের দীর্ঘ তালিকায় রয়েছে।
প্রথম উপন্যাসের জন্য রামোনা এমারসনের শাটার পেন/ হেমিংওয়ে পুরস্কার এবং যে কোনো ধারার বইকে দেওয়া পেন ওপেন বুক পুরস্কারের জন্য দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে। হাভিয়ের জামোরার সলিটো পেন ওপেন বুক পুরস্কার এবং নন-ফিকশনের জন্য দেওয়া পেন/ জন কেনেথ গলব্রেথ পুরস্কারের দীর্ঘ তালিকায় স্থান পেয়েছে। এসকফেরি ও টাল্টি ছাড়াও পেন/ জ্যঁ স্টেইন পুরস্কারের জন্য দীর্ঘ তালিকায় স্থান পাওয়ারা হলেন- 'মাই নিপআপ' গ্রন্থের জন্য হিলটন অ্যালস, 'অ্যাক্টিং ক্লাস'-এর জন্য নিক ড্রনাসো, 'ডক্টর নো'-এর জন্য পার্সিভাল এভারেট, 'ভেরি কোল্ড পিপল'-এর জন্য সারাহ মাঙ্গুসো, 'মিল্ক্কউইড স্মিথেরিন'-এর জন্য বার্নাডেট মায়ার, 'ইফ অ্যান ইজিপশিয়ান ক্যাননট স্পিক ইংলিশ'-এর জন্য নূর নাগা, 'দ্য হোয়াইট মস্ক'-এর জন্য সোফিয়া সামাতার এবং 'কাস্টমস'-এর জন্য সোলমাজ শরিফ।
এমারসনের পাশাপাশি পেন/ হেমিংওয়ে পুরস্কারের জন্য মনোনীত লেখকরা হলেন- 'আ টাইনি আপওয়ার্ড শোভ'-এর জন্য মেলিসা চ্যাডবার্ন, 'দ্য স্কুল ফর গুড মাদারস'-এর জন্য জেসমিন চ্যান, 'অ্যাক্টিভিটিস অব ডেইলি লিভিং'-এর জন্য লিসা সিয়াও চেন, 'নিউক্লিয়ার ফ্যামিলি'-এর জন্য জোসেফ হান, 'কলিং ফর আ ব্ল্যাঙ্কেট ডান্স'-এর জন্য অস্কার হোকাহ, 'নাইটক্রলিং'-এর জন্য লেইলা মটলি, 'হাউ হাই উই গো ইন দ্য ডার্ক'-এর জন্য সিকোইয়া নাগামাৎসু, 'লিটল র‌্যাবিট'-এর জন্য অ্যালিসা সোংসিরিডেজ এবং 'হুইচ সাইড আর ইউ অন'-এর জন্য রায়ান লি ওয়াং।