- ফিচার
- বসন্ত ভালোবাসায় কে-ক্র্যাফটের আয়োজন
বসন্ত ভালোবাসায় কে-ক্র্যাফটের আয়োজন

ফাল্কগ্দুন-ভালোবাসা দিবসের জন্য বিশেষ সংগ্রহ নিয়ে এসেছে কে-ক্র্যাফট। সমসাময়িক মোটিফ এবং প্রিন্টের পাশাপাশি পোশাকে প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে বাছাই করা ডিজাইন, প্যাটার্ন ও রং; যা বসন্ত উৎসব এবং ভালোবাসা দিবস দুটোকেই সমানতালে ফুটিয়ে তুলবে। নারী, পুরুষ ও শিশুদের বছরজুড়ে পরার মতো দারুণ সব চলতি ফ্যাশনের মানানসই পোশাক নিয়েই এবারের আয়োজন।
দিবস দুটি উপলক্ষে এথনিক, ট্র্যাডিশনাল, ফিউশনধর্মী বিভিন্ন পোশাকের আয়োজন করা হয়েছে। ফ্লোরাল, ট্র্যাডিশনাল পেইসলে, মানডালা, ওয়াল আর্ট, জ্যামিতিক, মিনাকারি, জামদানি ইত্যাদি মোটিফে তৈরি করা পোশাক সারিতে রয়েছে- শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, কাফতান, টিউনিক, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, পলো, কটি, শার্ট ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজন তো থাকছেই। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ মা ও মেয়ের কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। এ ছাড়া যুগলদের জন্য বিশেষ পোশাক।
কটন, লিনেন, সিল্ক্ক, হাফ সিল্ক্ক, টু-টোন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ট্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে- ইয়েলো, লেমন ইয়েলো, রেড, ক্রিমসন রেড, স্যালমন, অরেঞ্জ, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, কপার, মেরিগোল্ড, মেরুন, গ্রিন, ইন্ডিগো, ম্যাজেন্টা, অফ হোয়াইট, মাস্টার্ড ইয়েলোসহ বিভিন্ন রং।
লাইফস্টাইল সেগমেন্টে থাকছে অর্নামেন্টস, নানা উপহারসামগ্রী, হোম ডেকর আইটেম, স্যান্ডেল এবং নানা প্রয়োজনীয় ফ্যাশন অনুষঙ্গ।
কে-ক্র্যাফটের সব আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com থেকে ফাল্কগ্দুন-ভালোবাসা দিবসের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে। া
দিবস দুটি উপলক্ষে এথনিক, ট্র্যাডিশনাল, ফিউশনধর্মী বিভিন্ন পোশাকের আয়োজন করা হয়েছে। ফ্লোরাল, ট্র্যাডিশনাল পেইসলে, মানডালা, ওয়াল আর্ট, জ্যামিতিক, মিনাকারি, জামদানি ইত্যাদি মোটিফে তৈরি করা পোশাক সারিতে রয়েছে- শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস, কাফতান, টিউনিক, টপস-স্কার্ট। ছেলেদের জন্য রেগুলার ও ফিটেড পাঞ্জাবি, শার্ট, পলো, কটি, শার্ট ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজন তো থাকছেই। ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ মা ও মেয়ের কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। এ ছাড়া যুগলদের জন্য বিশেষ পোশাক।
কটন, লিনেন, সিল্ক্ক, হাফ সিল্ক্ক, টু-টোন কাপড়ে তৈরি পোশাকগুলোতে নকশা ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারি, স্ট্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে। রং হিসেবে বেছে নেওয়া হয়েছে- ইয়েলো, লেমন ইয়েলো, রেড, ক্রিমসন রেড, স্যালমন, অরেঞ্জ, পার্পল, ভায়োলেট, ল্যাভেন্ডার, কপার, মেরিগোল্ড, মেরুন, গ্রিন, ইন্ডিগো, ম্যাজেন্টা, অফ হোয়াইট, মাস্টার্ড ইয়েলোসহ বিভিন্ন রং।
লাইফস্টাইল সেগমেন্টে থাকছে অর্নামেন্টস, নানা উপহারসামগ্রী, হোম ডেকর আইটেম, স্যান্ডেল এবং নানা প্রয়োজনীয় ফ্যাশন অনুষঙ্গ।
কে-ক্র্যাফটের সব আউটলেট ছাড়াও দেশে এবং দেশের বাইরের যে কোনো প্রান্ত থেকে অনলাইন শপ kaykraft.com থেকে ফাল্কগ্দুন-ভালোবাসা দিবসের পোশাক কিনতে পারেন বিশেষ সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া ফেসবুক পেজ থেকেও কেনাকাটা করার সুবিধা আছে। া
মন্তব্য করুন