সাধারণ সময়ের তুলনায় বিয়ের আগে ত্বকের প্রতি যত্নশীল হতে হয়। কারণ বিয়ে, হলুদ, মেহেদি অনেক পার্টিতে অংশগ্রহণ করার জন্য মেকআপ নিতে হয়। আর খসখসে ও অমসৃণ ত্বকে মেকআপ ভালোভাবে বসে না। চেহারা তার স্বাভাবিক সৌন্দর্য হারায়। সঠিক উপায়ে যত্ন নিলে এ ধরনের সমস্যায় পড়তে হবে না।
ফেসিয়াল : বিয়ের আগে অবশ্যই ত্বকের সঙ্গে মানানসই একটি ভালো ফেসিয়াল করিয়ে নিতে হবে। তবে বিয়ের এক দিন আগে ফেসিয়াল করা যাবে না। ফেসিয়াল ত্বককে পরিস্কার এবং নরম করবে। ত্বক পরিস্কার থাকলে মেকআপ ভালো বসবে।

ক্লিনজিং :বিয়ের দিন ত্বকে উজ্জ্বলতা আনতে অবশ্যই ক্লিনজিং করতে হবে। ক্লিনজার মুখের সব ময়লা এবং তেল দূর করে।
টোনার :মুখের পোরসের সমস্যা দূর করে টোনার। তাই ত্বক ক্লিন করার পর টোনার ব্যবহার করুন। টোনার না থাকলে বরফ দিয়ে ম্যাসাজ করুন। এটি টোনারের কাজ করবে।

ময়েশ্চারাইজার : ফেসওয়াস ব্যবহারের পর আমাদের ত্বক অনেকটা শুস্ক হয়ে যায়। তাই ত্বককে মসৃণ করতে মেকআপের আগে অবশ্যই একটি ভালো মানের ময়েশ্চারাইজার দিয়ে মুখ ম্যাসাজ করে নেবেন। এতে মেকআপ লং লাস্টিংও হবে।

ত্বকের সঙ্গে মানাসই মেকআপ :বর্তমানে অনেক মেকআপ ব্যান্ড চলমান বাজারে। কিন্তু সব ধরনের মেকআপ সব স্কিনের জন্য মানানসই না। স্কিন টাইপ ও স্কিন টোন জেনে তার পর মেকআপ প্রডাক্ট সিলেক্ট করতে হবে। তাহলে খুব সহজেই একটি পারফেক্ট মেকআপ লুক পাওয়া যাবে।

প্রাইমার :মেকআপকে দীর্ঘ সময় স্থায়ী রাখার জন্য প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমার ছাড়া সরাসরি মেকআপ স্কিনে ব্যবহার করলে অল্প সময়েই তা তৈলাক্ত হয়ে যাবে। তাই মেকআপ করার আগে অবশ্যই প্রাইমার লাগাতে হবে।

তাছাড়া বিয়ের আগে কয়েক দিন আপনার ত্বকের ওপর কোনো ধরনের মেকআপ প্রয়োগ করবেন না। পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন এবং ঘুমাবেন। এটি ত্বক সুন্দর রাখতে সাহায্য করে। া