- ফিচার
- নারায়ণগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের মিছিল
নারায়ণগঞ্জে নবগঠিত জেলা ছাত্রদলের মিছিল

নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে নবগঠিত জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে শহরের চাষাঢ়া পর্যন্ত মিছিল করেন তাঁরা।
জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া ও সাধারণ সম্পাদক জোবায়ের জিকুর নেতৃত্বে মিছিলে সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিল শুরুর আগে ছাত্রদলের আরেকটি পক্ষ হামলার চেষ্টা করলে নেতাকর্মীর ধাওয়ায় তাঁরা পালিয়ে যান। এ সময় দু'পক্ষের হাতেই লাঠিসোটা দেখা যায়। পরে চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন