- ফিচার
- দিনশেষে দর্শকরাই আমার অভিনয়ের অনুপ্রেরণা
দিনশেষে দর্শকরাই আমার অভিনয়ের অনুপ্রেরণা

যে কোনো পুরস্কার বা স্বীকৃতি পেতে সবারই ভালো লাগে। অভিনয়ের জন্য রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা পাওয়া অনেক সম্মানের। এ অর্জন কাজের আনন্দ বাড়িয়ে দেয় বলে মনে করি। অভিনয় জগতে এসে সবার এত ভালোবাসা পাব তা কখনও ভাবিনি।
প্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার দর্শকদের প্রতি। তাদের ভালোবাসায় আমি আজ এ অবস্থানে এসেছি। তবে আবার মন খারাপও হচ্ছে এই ভেবে যে আজীবন সম্মাননার পর তো আর কোনো পুরস্কার নেই।
তার মানে আমি কি আর কিছু করতে পারব না! আমার সময় কি ফুরিয়ে গেছে! কিন্তু আমি মনে করি, অভিনয় দিয়ে আমার আরও অনেক কিছু করার আছে। দিনশেষে দর্শকরাই আমার অভিনয়ের অনুপ্রেরণা। তাদের ভালো লাগার জন্য অভিনয় করি। এ কারণে দর্শকদের ভালোবাসা আমার কাজের বড় স্বীকৃতি, বড় সম্মাননা। তাদের জন্য আগামীতে আরও কাজ করতে চাই।
মন্তব্য করুন