এক গবেষণা রিপোর্টে আন্তর্জাতিক শেয়ারবাজারে ধস নেমেছে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের। গৌতম আদানি প্রায় একশ বিলিয়ন মার্কিন ডলার হারিয়ে অনেকটা পর্যুদস্ত। এই আদানি গ্রুপ সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভি কিনে নিলে এর সাংবাদিক ও ব্যবস্থাপকদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়ে। সর্বশেষ গত মঙ্গলবার এই দলে নাম লেখালেন নিধি রাজদন। এই নিধির তিন দিন আগে আরেক নারী সাংবাদিক শ্রীনিবাসন জৈন এনডিটিভি ছাড়ার ঘোষণা দেন।

নিধি তাঁর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘২২ বছরের বেশি সময় পর, এনডিটিভি ছাড়ার এটিই সময়। আসলে এই যাত্রাটি দারুণ এক রোলার কোস্টার রাইডের মতো। কিন্তু আপনাকে এও জানতে হবে, ঠিক কখন আপনি নেমে পড়বেন। এতটা বছর ভালবাসা ও সমর্থন ‍যুগিয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ।’

২০২১ সালে এনডিটিভি ছাড়ার পর গত বছর আবার যোগ দেন নিধি রাজদন। এর আগে ছিলেন টানা ২১ বছর। ‘লেফট, রাইট অ্যান্ড সেন্টার: দ্য আইডিয়া অব ইন্ডিয়া’ নামে বই লিখেছেন নিধি।

ভারতীয় সংবাদমাধ্যম গ্রাউন্ড রিপোর্ট ডটইন এ পর্যন্ত এনডিটিভি ছেড়ে যাওয়া সংবাদকর্মীদের তালিকা প্রকাশ করেছে।

প্রানন রায়, সাবেক চেয়ারপারসন

রাধিকার রায়, সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর

সুপর্না সিং, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)

কনলজিৎ সিং বেদি, সাবেক সিটিও, সিপিও এনডিটিভি

রাবিশ কুমার, সাবেক সিনিয়র এক্সিকিউভ এডিটর

নিধি রাজদন, সাবেক এক্সিকিউটিভ এডিটর

শ্রীনিবাসন জৈন, সাবেক গ্রুপ এডিটর

অরিজিৎ চ্যাটার্জি, সাবেক চীফ স্ট্র্যাটেজি অফিসার

অভিষেক শর্মা, সাবেক মুম্বাই ব্যুরো প্রধান

অরবিন্দ গুনাসেকার, সাবেক স্পেশাল করেসপন্ডেন্ট

অক্ষয় ডোংরে, করেসপন্ডেন্ট 

আদানি এনডিটিভির শেয়ারের অধিকাংশ কিনে নিলে প্রানন রায় ও রাধিকা রায় গত ২৯ নভেম্বর এনডিটিভির বোর্ড ছেড়ে যান। পরে আদানি গ্রুপের সিটিও সুদীপ্ত ভট্টাচার্য, আদানি’র এএমজি মিডিয়া নেটওয়ার্কের সিইও সাংবাদিক সঞ্জয় পুগালিয়া এবং সাংবাদিক সেথিল সিন্নিয়াহ সেংগালভারিয়ান এনডিটিভির বোর্ড অব ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন।

অন্যদিকে সাংবাদিক রাবিশ কুমার এনডিটিভি ছেড়ে নিজেই ইউটিউবে সংবাদ চ্যানেল করে কাজ শুরু করেছেন। তাঁর ইউটিউব চ্যানেল ‘রাবিশ কুমার অফিসিয়ালে’ সাবস্ক্রাইবার সংখ্যা ৪৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।