এইটা আবার কী রে? এমন করে তাকিয়ে আছে কেনো বলো তো? কী হয়েছে ওর? এতো সুন্দর লাগছে কেনো তাকে? আমি তো কিছুই বুঝতে পারছি না।

ফড়িং সোনা, তোমার বয়স যদি ১২ বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে পাশের ড্রয়িংটাতে ইচ্ছেমতো রং করে দাও তো। আর রং করতে গিয়ে যা যা ভাবলে- লিখে ফেলো তাও। তারপর রং পাওয়া ড্রয়িংটা কেটে লেখাটিসহ পাঠিয়ে দাও আমাদের কাছে। সঙ্গে নিজের নাম, বয়স, ক্লাস, স্কুলের নাম-ঠিকানা লিখে দিতে ভুলো না। সবচেয়ে আজব রঙিন ড্রয়িংগুলো লেখাসহ ছেপে দেবো আমরা।

আমাদের ঠিকানা তো জানোই, তবুও আরেকবার মনে করিয়ে দিই-
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল
টাইমস মিডিয়া ভবন, ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা

বিষয় : ফড়িং সোনা

মন্তব্য করুন