- ফিচার
- অস্ট্রেলিয়ার ব্যাংক নোট থেকে রানীর ছবি বাদ যাচ্ছে
অস্ট্রেলিয়ার ব্যাংক নোট থেকে রানীর ছবি বাদ যাচ্ছে

রানী দ্বিতীয় এলিজাবেথের ছবি নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে সরিয়ে ফেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এ ছাড়া রাজা তৃতীয় চার্লসের ছবিও থাকছে না বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
আদিবাসী সংস্কৃতির ইতিহাস প্রতিফলিত করতে এবং এ সংস্কৃতিকে সম্মান জানানোর জন্য এমন উদ্যোগ নিয়েছে দেশটি। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার জানিয়েছে, নিজেদের ৫ ডলারের ব্যাংক নোটে রানীর ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সরকার ছবি পরিবর্তনের বিষয়ে সমর্থন জানিয়েছে। আপাতত অন্য আর কোনো ব্যাংক নোট বদলানোর কথা ভাবা হচ্ছে না। নতুন ৫ ডলারের নকশা কবে নাগাদ উন্মুক্ত হবে, তা ঠিক হয়নি। বিবিসি।
মন্তব্য করুন