- ফিচার
- সাবেক ডিএমপি কমিশনারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহত
সাবেক ডিএমপি কমিশনারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

নুরুজ্জামান জনি। ছবি- সংগৃহীত
আট বছর আগে রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে 'ক্রসফায়ারের নামে হত্যার' অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ ১৫ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 'হেফাজতে নির্যাতন ও মৃত্যু (নিবারণ)' আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
জনির বাবা ইয়াকুব আলী আজ সোমবার সকালে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ মামলার আবেদন দাখিল করেন। বাদীর জবানবন্দি শুনে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হলেও বিকেলে আবেদনটি খারিজ করে দেন ঢাকা মহানগর সেশন আদালতের বিচারক মো. আসাদুজ্জামান।আদেশে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়ার পর্যাপ্ত কারণ না থাকায় তা খারিজ করা হয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।
আছাদুজ্জামান মিয়া ছাড়া মামলার আবেদনে থাকা অপর আসামিরা হলেন- চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, ডিবির রমনা জোনের এসআই দীপক কুমার দাস, ডিবির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হাসান আরাফাত, জাহিদুল হক তালুকদার, ডিবির পুলিশ পরিদর্শক ফজলুর রহমান, ওহিদুজ্জামান, এসএম শাহরিয়ার হাসান, ডিবির এসআই শিহাব উদ্দিন, বাহাউদ্দিন ফারুকী, জাহাঙ্গীর হোসেন, ডিবির কনস্টেবল মো. সোলাইমান, আবু সায়েদ, লুৎফর রহমান ও খিলগাঁও থানার এসআই মো. আলাউদ্দিন। জনির মৃত্যুর ঘটনার সময় তারা সবাই ঢাকার মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জানুয়ারি ভোরে খিলগাঁওয়ের তিলপাপাড়ার জোড়পুকুরমাঠ এলাকায় ডিবি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন নুরুজ্জামান জনি। মামলার আরজিতে অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করে বিচারবিভাগীয় তদন্ত এবং অভিযোগকারী ও সাক্ষীদের জন্য ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল।
মন্তব্য করুন