সুহৃদ সমাবেশ কুমিল্লার আয়োজনে 'সমকাল ও আইটি প্যালেস তথ্যপ্রযুক্তি উৎসব' অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগরীর বাগিচাগাঁও এলাকায় কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে ২০ ডিসেম্বর সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের। তিনি বলেন, সুন্দর সমাজ গঠনে প্রযুক্তির সঠিক ব্যবহার ও চর্চার বিকল্প নেই। আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সমৃদ্ধ সে, যার কাছে বেশি তথ্য রয়েছে এবং এর সঠিক ব্যবহার জানে। তথ্যপ্রযুক্তির নেতিবাচক দিক পরিহার করে সতর্কতার সঙ্গে একে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে।

উৎসব উপলক্ষে ৩৫০ জন কলেজ শিক্ষার্থী ২০ নম্বরের পরীক্ষা এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের আইটি প্যালেসের সৌজন্যে পুরস্কার দেওয়া হয়। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. শরিফুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শাহ্‌ মো. আলমগীর খান, আইটি প্যালেসের প্রধান নির্বাহী নজরুল আমিন, সমকালের কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, প্রভাষক মোহাম্মদ ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক ইমতিয়ার মজুমদার, মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক মো. হাসান ভূঁইয়া, মনির হোসেন, নাজমুল হোসাইন খান, নাইমা, ফাহিমা, সুফিয়া, নিশাত প্রমুখ। চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন্স হয় কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষার্থী ফারহানা আক্তার তিশা, চ্যাম্পিয়ন হয় শাম্মী আক্তার, ফারজানা আক্তার অনন্যা, আফসারি কাউছার, মুসা রহমান অমি, রাকিবুল ইসলাম।
কুমিল্লা প্রতিনিধি

বিষয় : তথ্যপ্রযুক্তি উৎসব কুমিল্লা সুহৃদ আইটি প্যালেস

মন্তব্য করুন