বসন্তে বাংলার প্রকৃতিতে আসে নতুন প্রাণ নতুন রূপ। গাছে গাছে নতুন পাতা, ফুলে ফুলে রঙিন হয়ে ওঠে বাংলার প্রান্তর। নতুন রূপের ঋতুরাজ বসন্তকে বরণ করতে উদগ্রীব থাকে বাঙালি। এই দিনটিকে আরও প্রাণবন্ত ও সুন্দরভাবে উদযাপনের জন্য অঞ্জন'স প্রতিবছর পোশাকের বিশেষ আয়োজন করে থাকে। হলুদ, বাসন্তি, সবুজ, লাল, কমলাসহ বিভিন্ন রঙে সাজানো হয়েছে এবার বসন্ত আয়োজন। কটন, ভয়েল, লিনেন, সিল্ক্ক কাপড়ে সাজানো এবারের আয়োজনে পোশাকগুলো করা হয়েছে ব্লক প্রিন্ট, স্ট্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারি দিয়ে।

সব সময়ের মতো ডিজাইন ও প্যাটার্নে রয়েছে নতুনত্ব ও বৈচিত্র্য। সব বয়সীর এই আয়োজনে মেয়েদের জন্য থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ এবং বিভিন্ন ধরনের ফতুয়া ও টপস। ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। শিশু-কিশোরদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক। পোশাকের পাশাপাশি হাতে তৈরি গহনা ও বিভিন্ন ধরনের উপহার পাওয়া যাবে এবারের বসন্ত আয়োজনে। বসন্তের এই নতুন আয়োজন অঞ্জন'সের সব স্টোর ও অনলাইনে www.anjans.com পাওয়া যাবে। যে কোনো প্রয়োজনে ফোন করতে পারেন ০১৬৭৭৫৫৮৮৭৭ নম্বরে। 

বিষয় : অঞ্জন'স বসন্ত আয়োজন

মন্তব্য করুন