- ফিচার
- 'সারা'র বসন্ত আয়োজন
'সারা'র বসন্ত আয়োজন

শীতের আড়মোড়া ভেঙে প্রকৃতিতে উঁকি দিচ্ছে ঋতুরাজ বসন্ত। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতে প্রকৃতি সাজছে বর্ণিল সাজে। বসন্ত আর ভালোবাসা দিবসের বেশ মেলবন্ধন রয়েছে। নানা রঙের পোশাকে বর্ণিল হয় সবাই। আর তাই ফ্যাশনসচেতন তরুণ-তরুণীদের জন্য এবারের পহেলা ফাল্কগ্দুন ও ভালোবাসা দিবসকে কেন্দ্র করে 'সারা' লাইফস্টাইল ভিন্ন মাত্রার পোশাকের সম্ভার সাজিয়েছে। ভালোবাসার এই ঋতুকে বরণ করতে ও বিশ্ব ভালোবাসা দিবসে 'সারা' লাইফস্টাইল নিয়ে এসেছে বর্ণিল পোশাকের আয়োজন। 'সারা'র ফাল্কগ্দুনের আয়োজনে রয়েছে ফ্লোরাল মোটিফে হলুদ, কমলা, বাসন্তি রঙের সঙ্গে রয়েল ব্লু, গোলাপি ও সাদা রঙের ভেরিয়েশন। রঙিন সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন আর সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন ক্রেতাদের ভালো লাগবে।
'সারা' লাইফস্টাইলের বসন্ত আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, সিঙ্গেল থ্রিপিস, কামিজ, ফ্যাশন টপস, লন থ্রিপিস, কাফতান ও ক্যাজুয়াল শার্ট। আর ছেলেদের এবারের কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পোলো, টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া 'সারা'র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি, থ্রিপিস। আর বয়েজ কালেকশনে থাকছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ও প্যান্ট।
'সারা' লাইফস্টাইলের এবারের ফাল্কগ্দুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্লোরাল প্রিন্টকে। এ ছাড়া আরামদায়ক কাপড়ের পাশাপাশি পোশাকের গুণগত মানের দিকে বরাবরের মতোই প্রাধান্য দিয়েছে 'সারা' লাইফস্টাইল। পাশাপাশি বসন্তের এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ থাকছে বাবা-ছেলের মিনিমি পাঞ্জাবি কালেকশন। বড়দের ক্ষেত্রে মাত্র ১ হাজার থেকে ৪ হাজার টাকা এবং ছোটদের ক্ষেত্রে ৪৯০ টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে ফাল্কগ্দুন কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।
ভালোবাসা দিবসেও আছে 'সারা'র বিশেষ আয়োজন। এই আয়োজনে স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশন। ভালোবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রিপিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট। এ ছাড়া 'সারা'র রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই। মাত্র ১ হাজার থেকে শুরু করে আড়াই হাজার টাকার মধ্যে ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন ক্রেতারা।
মন্তব্য করুন