- ফিচার
- ম্যাকয়ে ফাল্কগ্দুন ও ভালোবাসা দিবসের পোশাক
ম্যাকয়ে ফাল্কগ্দুন ও ভালোবাসা দিবসের পোশাক

ফ্যাশন হাউস ম্যাকয় এনেছে ফাল্কগ্দুন ও ভালোবাসা দিবসের পোশাক। আরামদায়ক ও কালারফুল কাপড়ে তৈরি এসব সংগ্রহে রয়েছে ফাল্কগ্দুন ও ভালোবাসার ভিন্ন আমেজ। ফ্যাশন ডিজাইনার এবং ম্যাকয়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মেসবাহ্-উল-আলম সাজু বলেন, বরাবরই আমরা দেশের উৎসব-পার্বণে নতুন সংগ্রহ এনে থাকি। এসব সংগ্রহে আমরা যেমন দেশীয় আমেজকে প্রাধান্য দিই, তেমনি প্রাধান্য থাকে আবহাওয়া ও বৈশ্বিক বিষয়। এ ছাড়া ফাল্কগ্দুন নানাভাবে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। তাই আমাদের সংগ্রহে ফাল্কগ্দুনের গুরুত্ব থাকে; সঙ্গে ভালোবাসা দিবসও। ম্যাকয়ের শোরুম আছে ঢাকার মোহাম্মদপুরের টোকিও স্কয়ার, মেট্রো শপিংমল, অরচার্ড পয়েন্ট, সীমান্ত স্কয়ার, ক্যাপিটাল সিরাজ সেন্টার ও চট্টগ্রামের আফমি প্লাজা। া
মন্তব্য করুন