- ফিচার
- ভালোবাসার লাল গোলাপ
ভালোবাসার লাল গোলাপ

বহু শতাব্দী ধরে লাল গোলাপ প্রেম, আবেগ ও রোম্যান্সের প্রতীক। সূক্ষ্ণ কাঁটাযুক্ত এ ফুলের বেশ সমৃদ্ধ ইতিহাস রয়েছে। লাল গোলাপ গোপনীয়তারও প্রতীক। ভালোবাসা দিবসগুলোতে লাল গোলাপের প্রচলনের পেছনে প্রাচীন পৌরাণিক কাহিনি, রোমান বিজয় থেকে গোপন বিয়েসহ বিভিন্ন ইতিহাস আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে।
সাদা থেকে লাল গোলাপ :গোলাপ খুবই প্রাচীন ফুল। মধ্য এশিয়ায় আনুমানিক এক কোটি বছর আগে এর জন্ম। কিন্তু কীভাবে প্রেম বা ভালোবাসার সঙ্গে গোলাপের অন্তরাত্মার সম্পর্ক গড়ে ওঠে, সে নিয়ে বিস্তর গল্প আছে। গ্রিক মিথলজি অনুসারে, ভালোবাসার দেবী আফ্রোদিতির জন্মের সময় সর্বপ্রথম সাদা গোলাপের আবির্ভাব ঘটে। আফ্রোদিতি জানতে পারেন, তাঁর প্রেমিক অ্যাডোনিস শিকার করতে গেলে একটি শূকর আক্রমণ করতে আসবে। তাই প্রেমিককে বাঁচাতে ছুটে যান আফ্রোদিতি। পথে কাঁটায় পা লেগে সাদা গোলাপের পাপড়িতে রক্ত পড়ে। আর রক্তে ভিজে সাদা পাপড়িগুলো লাল গোলাপে রূপ নেয়। যদিও শেষ পর্যন্ত প্রেমিককে বাঁচাতে পারেননি আফ্রোদিতি।
গোপনীয়তার প্রতীক :আরেকটি মিথ অনুসারে, আফ্রোদিতির ছেলে ইরোস হারপোক্রেটিসকে একটি গোলাপ ঘুষ দেয়। যাতে সে আফ্রোদিতির বিষয়ে চুপ থাকে। এই মিথ এতটাই জনপ্রিয় হয়, প্রাচীন রোমে বাড়ির মালিকরা ছাদে গোলাপ আঁকত প্রতীকী অর্থে। যার মানে দাঁড়ায়, অতিথিরা বাড়ির ভেতরের কথা যেন বাড়ির মধ্যেই রাখে, বাইরে যেন প্রচার না করে।
বাইবেলের গল্পগুলোতেও গোলাপের উল্লেখ পাওয়া যায়। খ্রিষ্টধর্মে মেরি প্রেম ও বিশুদ্ধতার প্রতীক। পাপমুক্ত হওয়ার কারণে তাঁকে কাঁটাবিহীন গোলাপের মুকুট পরানো হয়। ক্যাথলিক গির্জাগুলোতে গোপনীয়তার চিহ্ন হিসেবে স্বীকারোক্তির সময় গোলাপ দিয়ে সজ্জিত করা হয়।
তবে ভ্যালেন্টাইন নামে এক যুবকের গল্পই আধুনিক ভালোবাসা দিবসের গল্প। কিংবদন্তি আছে, রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যুবকদের জন্য বিয়ে নিষিদ্ধ করেন। তাঁর মতে, যুবকদের জন্মই হয়েছে যুদ্ধের জন্য। এর বিরুদ্ধে প্রতিবাদ করেন ভ্যালেন্টাইন। পাশাপাশি গোপনে বিয়েও করেন। ভ্যালেন্টাইনকে বন্দি করে মৃত্যুদণ্ডের আদেশ দেন সম্রাট। ১৪ ফেব্রুয়ারি ভোরবেলা ভ্যালেন্টাইনের মাথা কেটে ফেলা হয়। এরপর ভ্যালেন্টাইনের সম্মানার্থে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। যদিও ভ্যালেন্টাইনস ডে নিয়ে অনেক ধরনের গল্প প্রচলিত আছে। তবে ভালোবাসা দিবস চতুর্দশ শতক থেকে বেশ ভালোভাবেই উদযাপিত হয়ে আসছে।
এক ডজন লাল গোলাপ :আধুনিককালে ধর্মীয় শিকড় থেকে ভালোবাসা দিবসের মুক্তি মিললেও গোলাপ এখনও গোপনীয়তার ভাষা হিসেবে ব্যবহূত হচ্ছে। ভিক্টোরিয়ান যুগে ফুল বিভিন্ন অর্থ বহন করত। সে সময় গোলাপের রং ছিল খুব গুরুত্বপূর্ণ। বর্তমানেও তা একই প্রতীকী অর্থে ব্যবহূত হয়। যেমন- লাল গোলাপ প্রেম ও আবেগের প্রতীক। হলুদ গোলাপ বন্ধুত্ব, কমলা গোলাপ আকাঙ্ক্ষা, গোলাপি রঙের গোলাপ কৃতজ্ঞতার প্রতীক।
তবে গোলাপ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে রংই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। গোলাপের একটি তোড়াতে এক ডজন গোলাপ থাকে, যা ১২ মাস ও ১২টি রাশির প্রতীক। ১২ সংখ্যাটি পূর্ণতা ও সম্পূর্ণতার প্রতীক।
আফ্রোদিতির হারানো প্রেম থেকে ফুলের ভিক্টোরিয়ান ভাষা, কালের বিবর্তনে লাল গোলাপ গুটি গুটি পায়ে আবেগ ও গভীর ঘনিষ্ঠতার প্রতীক হয়ে উঠেছে। প্রেম একই সঙ্গে সুন্দর ও বেদনাদায়ক, ঠিক একটি সুন্দর লাল গোলাপ ও তার কাঁটার মতো।
সূত্র :ডিসকভার ম্যাগাজিন
মন্তব্য করুন