সবটা যেন-বা কথা নয়, কথার ইশারা
পাঠ করতে করতে বেলা ফুরোয়
উনুনে মগ্নতা পোড়ে
পোড়ে সংসার চালাকি
সব কি গোপন থাকে, বুকের ধুকপুক!
পাখিদের হাহাকার
মানুষ বোঝে কী সব?
স্বগত শব্দের ধ্যানে নিবিষ্ট অরণ্য
বৃক্ষের মনীষা ও পাতার ছায়াপাঠ
কে কাকে করেছে সমর্পণ!
এইসব না ভেবেও তোমাকে দিলাম-
অনন্ত রাত্রির জাগরণ
দিলাম বসন্তে আধোলীন কুয়াশার চাঁদ
মূর্ছিত পলাশ দেখুক- কতটুকু আমাকে নেবে
কতটুকু আমার খোসাকে?
মন্তব্য করুন