তুমি শান্তভাবে পথ চললেও
তোমার সাথে সাথে চলে
ছায়ার সন্ত্রাস।
কোথাও পৌঁছে গেলে যেহেতু
গন্তব্য তার কুহক হারিয়ে ফেলে,
কোথাও না গিয়ে তাহলে
বসে বসে তৈরি করো
কুহকের ক্যানাবিজ।
তারপর টাইসনদের বাড়ি গিয়ে
মায়াবী ঘেউ ঘেউ পেয়ে
জানতে থাকো,
প্রেম কখনও ভুল রাস্তায় চলে না
প্রেমের ভুলই একটা আশ্চর্য রাস্তা।

বিষয় : পদাবলি

মন্তব্য করুন