তোমাকে যাচনা করি প্রতি অনুপলে
বসন্তবাউরি তুমি কেন যে বোঝ না
বিরহ যোজনা করে যাও দূরে সরে
সপ্ততন্ত্রী সুরে বাজে নিগূঢ় যন্ত্রণা
একাকী ভিজছি বসে উদাস দুপুরে
গুছিয়ে রাখছি মায়া স্মৃতির আদর
নিজেকে রাখছ তবু অচেনা আড়ালে
প্রত্যাশায় হা-হুতাশ বাড়ে দিনভর
আধভাঙা ঘর থেকে তবু অকস্মাৎ
আধখানা তুমি যেই দেখা দিয়ে গেলে
আলোর ঝলক দেখে তৃষাতুরা চোখ
আমাকে বাঁধলে প্রিয় ফের প্রেমানলে
তোমাকে যাচনা করি প্রেম ঘনঘোর
বেঁধে রাখ অনুরাগে হৃদয় দোসর
মন্তব্য করুন