
আমার কোনো মুহূর্ত নাই
সব মুহূর্ত মৃত হয়ে রজঃস্বলা কিছু
হয়তো আছো হয়তো নেই রংরুটে গাড়ি
নদী মৃত হলে কার কী আসে যায়।
মুদ্রাবশে পাঁজরে খেলা করে ঐশী মুহূর্ত
আমার মুহূর্তগুলো ঝুলছে বাঁকা চাঁদ-
চাঁদ সওদাগরের ডিঙায় আজ সব সঞ্চয়
সংকুুল সমুদ্রে ভাসছে- আরও ভাসে মুমূর্ষু জীবন।
আমার কোনো সঞ্চয় নাই- বিষ শূন্যতা আছে
আরও আছে ক্ষুধার্ত বাঘের মুখোমুখি মুদ্রাহরিণী
মানুষের ক্ষয় হলে কোন ক্ষয় জাগে শূন্যে সমতলে
হৃদয়ে রক্তক্ষতে লালগোলাপ- মুমূর্ষু ঝরনা।
পরম- দহনে দ্বিধায় কীভাবে থাকো শূন্যে নৈঃশব্দে
আমার পাঁজর ভেঙে ছুটছে যখন রক্তঝরনা শোভা
আসো পরমতা আসো- রাতদিন শূন্যে মুছে নিয়ে
বেহুলা ভাসানে যায়- আমার প্রেম পরম পরমতা-
সব মুহূর্ত মৃত হয়ে রজঃস্বলা কিছু
হয়তো আছো হয়তো নেই রংরুটে গাড়ি
নদী মৃত হলে কার কী আসে যায়।
মুদ্রাবশে পাঁজরে খেলা করে ঐশী মুহূর্ত
আমার মুহূর্তগুলো ঝুলছে বাঁকা চাঁদ-
চাঁদ সওদাগরের ডিঙায় আজ সব সঞ্চয়
সংকুুল সমুদ্রে ভাসছে- আরও ভাসে মুমূর্ষু জীবন।
আমার কোনো সঞ্চয় নাই- বিষ শূন্যতা আছে
আরও আছে ক্ষুধার্ত বাঘের মুখোমুখি মুদ্রাহরিণী
মানুষের ক্ষয় হলে কোন ক্ষয় জাগে শূন্যে সমতলে
হৃদয়ে রক্তক্ষতে লালগোলাপ- মুমূর্ষু ঝরনা।
পরম- দহনে দ্বিধায় কীভাবে থাকো শূন্যে নৈঃশব্দে
আমার পাঁজর ভেঙে ছুটছে যখন রক্তঝরনা শোভা
আসো পরমতা আসো- রাতদিন শূন্যে মুছে নিয়ে
বেহুলা ভাসানে যায়- আমার প্রেম পরম পরমতা-
মন্তব্য করুন