
ফেসিয়াল লাগবে বলো কার কার?
জঙ্গলে এলো অ্যানিম্যাল পার্লার।
কার এই আইডিয়া? জানা গেলো শেষে
শহুরে বানর এলো নাপিতের বেশে!
দলে দলে পশুপাখি হলো উৎসুক
ভয় পেলো আয়নায় দেখে নিজ মুখ!
শুড়ে, কানে হাতি পরে ডায়মন্ড দুল
শ্যাম্পুতে শাইনিং সিংহের চুল।
জেব্রা বললো হেসে- ও বানর স্যার
আমার পশমে চাই ফেস পাউডার।
শখ করে জানালো বাঘ মামা প্যাটু
শরীরে করাবে সে হরিণের ট্যাটু।
পাখিদের মেকআপে আইশ্যাডো আর
ঠোঁটে মাখে লিপগ্লস লিপ লাইনার।
খরচাটা হোক যতো নেই ভেবে কাজ
কাক নাকি সাজবেই ময়ূরের সাজ।
একপাশে শেয়ালেরা চুপচাপ বসা
দুই চোখে রাখা আছে ফেসিয়াল শসা।
উঁচু ঘাড়ে ফেসিয়াল করানোই টাফ
পার্লারে চান্স শুধু পেলো না জিরাফ !
জঙ্গলে এলো অ্যানিম্যাল পার্লার।
কার এই আইডিয়া? জানা গেলো শেষে
শহুরে বানর এলো নাপিতের বেশে!
দলে দলে পশুপাখি হলো উৎসুক
ভয় পেলো আয়নায় দেখে নিজ মুখ!
শুড়ে, কানে হাতি পরে ডায়মন্ড দুল
শ্যাম্পুতে শাইনিং সিংহের চুল।
জেব্রা বললো হেসে- ও বানর স্যার
আমার পশমে চাই ফেস পাউডার।
শখ করে জানালো বাঘ মামা প্যাটু
শরীরে করাবে সে হরিণের ট্যাটু।
পাখিদের মেকআপে আইশ্যাডো আর
ঠোঁটে মাখে লিপগ্লস লিপ লাইনার।
খরচাটা হোক যতো নেই ভেবে কাজ
কাক নাকি সাজবেই ময়ূরের সাজ।
একপাশে শেয়ালেরা চুপচাপ বসা
দুই চোখে রাখা আছে ফেসিয়াল শসা।
উঁচু ঘাড়ে ফেসিয়াল করানোই টাফ
পার্লারে চান্স শুধু পেলো না জিরাফ !
মন্তব্য করুন