এক দেশে ছিলেন এক বোকা রাজা। তাঁর নিজের কোনো বুদ্ধি ছিলো না। মন্ত্রী তাঁকে যে কথা বলতেন তাই তিনি হুকুম করতেন। তিনি ছিলেন নামেই রাজা, কূটবুদ্ধি দিয়ে মন্ত্রীই রাজ্য পরিচালনা করাতেন। একদিন দুপুরবেলা রাজা খাবার খেয়ে ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যে রাজা স্বপ্ন দেখলেন- পাখাওয়ালা এক ঘোড়ার পিঠে চড়ে রাজা বেড়াতে যাচ্ছেন। হঠাৎ মশার কামড়ে রাজা জেগে গেলেন। স্বপ্নে কোথায় বেড়াতে গেলেন সেটা আর দেখা হলো না। রাজা উঠে ব্যস্ত হয়ে মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী তাঁর মাথায় কূটবুদ্ধি বাড়িয়ে চলে এলেন রাজার দরবারে।
রাজা বললেন, মন্ত্রী, আমি পাখাওয়ালা ঘোড়া স্বপ্নে দেখেছি। এই ঘোড়া কোথায় পাওয়া যায়, তুমি কি জানো?
মন্ত্রী দাঁড়িয়ে বললেন, জাঁহাপনা, আমি ক্ষুদ্র মানুষ, এমন ঘোড়ার কথা কানে শুনেছি; তবে কখনো চোখে দেখিনি।
কিন্তু আমার তো চড়তে ইচ্ছে করছে। কী করি বলতো, হতাশ কণ্ঠে বললেন রাজা।
মন্ত্রী ভাবলেন, একটা সুযোগ পেলাম, এমন বুদ্ধি দেব যে রাজার সিংহাসন আমার হয়ে যাবে।
বিনয়ের সঙ্গে মন্ত্রী বললেন, মহারাজ এটা কোনো সমস্যাই নয়। আমি একজনকে চিনি, যে আপনার জন্য পাখাওয়ালা ঘোড়া বানাতে পারবে। 
রাজা অবাক হয়ে বললেন, সে ঘোড়া উড়তে পারবে? 
জি মহারাজ, আপনি আদেশ করলে তাকে খবর দিতে পারি।
ঠিক আছে, তাই করো।
মন্ত্রী এবার বেরিয়ে পড়লেন ঘোড়া বানানো মিস্ত্রির খোঁজে। 
সন্ধ্যার পর যখন চারদিকে নীরব, তখন মিস্ত্রিকে নিয়ে রাজার মহলে গেলেন। সে রাজার কথামতো এক রাতেই পাখাওয়ালা ঘোড়া বানিয়ে ফেললো। 
রাজা সেটা দেখে মহাখুশি। 
দেরি না করে তিনি ঘোড়ার ওপর চড়ে বসলেন। অমনি পাখা দুলিয়ে বিশাল ঘোড়াটা রাজাকে নিয়ে উড়ে চললো। রাজা আনন্দে হাততালি দিলেন। সাগরের দিকে উড়ে চললো ঘোড়া। রাজা কোথায় যাচ্ছেন, সেদিকে খেয়াল নেই। তিনি স্বপ্নের মতো উড়ে যাচ্ছেন এই খুশিতেই বিভোর। হঠাৎ একঝাঁক পাখি উড়ে যাচ্ছিলো সেই পথ দিয়ে, পাখিদের সঙ্গে ধাক্কা লেগে ঘোড়ার একটা ডানা ভেঙে গেলো। ঘোড়া এলোমেলো ঘুরতে লাগলো আর রাজা পানিতে পড়ে গেলেন।
ওদিকে মন্ত্রী ভাবলেন, রাজা তো সাগরের দিকেই যাচ্ছেন, যদি কিছুদূর গিয়ে পানিতে পড়ে যান তাহলে রাজা মারা যাবে। আর আমি হবো এই রাজ্যের রাজা! 
কিন্তু পানিতে পড়ে রাজা মারা গেলেন না। সুন্দর এক জলপরী এসে তাঁকে বাঁচাল। রাজাকে দেখে তার খুব পছন্দ হলো। জলপরী সাগরের নিচে এক বিশাল মহলে তাঁকে নিয়ে গেলো। সেখানে ঢুকতে হলে বুদ্ধির পরীক্ষা দিতে হয়। বোকা রাজা বুদ্ধি খাটাতে পারলেন না। তখন জলপরী তাঁকে বর দিলো। সঙ্গে সঙ্গে বুদ্ধিমান হয়ে গেলেন বোকা রাজা। জলপরী তাঁকে প্রাসাদে রেখে দিতে চাইলো। কিন্তু রাজার মনে পড়লো মন্ত্রীর কথা, মনে পড়লো তাঁর রাজ্যের প্রজাদের কথা। তিনি আর সেখানে থাকতে চাইলেন না। জলপরীকে সব খুলে বললেন রাজা। জলপরী তাঁকে সাহায্য করলো। অবশেষে বোকা রাজা বুদ্ধিমান হয়ে তাঁর রাজ্য ফিরে পেলেন। আর দুষ্টু মন্ত্রী পেলেন কঠিন সাজা।

বিষয় : গপ্পো

মন্তব্য করুন