ঢাকায় শুরু হয়েছে জনপ্রিয় শিক্ষা মেলা ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’। দুদিন ব্যাপী এ শিক্ষা মেলাটি শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়। অ্যাফেয়ার্স এক্সিবিশন অ্যান্ড মিডিয়া প্রা. লিমিটেডের আয়োজনে এ মেলা চলবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ আয়োজন ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে মনে করছেন অ্যাফেয়ার্স এক্সিবিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সঞ্জীব বোলিয়া।

চলতি বছর উচ্চ র‍্যাঙ্কিং ধারী স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিশাল বহর মেলায় অংশগ্রহণ করছে। ভারতের বিভিন্ন রাজ্যের প্রায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। গত দুই দশকে বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এ মেলার আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা ক্ষেত্রেও তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা আয়োজকদের।

এই মেলার মধ্য দিয়ে ভারতের সেরা অনুষদ, উন্নত গবেষণা এবং উদ্ভাবন, বৈশ্বিক স্বীকৃত ডিগ্রি নানা বিষয়ে বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন। একই সঙ্গে ভারতে কম খরচে শিক্ষা লাভের বিষয়টিও জানতে পারবেন।

'অ্যাফেয়ার্স এক্সিবিশন'-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্জীব বোলিয়া ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ ভারতীয় শিক্ষা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদী।

‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’ ভারতের শীর্ষ র‍্যাঙ্কিং ধারী এবং সুপরিচিত আবাসিক স্কুল যেমন উডস্টক স্কুল (মুসৌরি), হ্যারো ইন্টারন্যাশনাল স্কুল (বেঙ্গালুরু), আসাম ভ্যালি স্কুল (তেজপুর), মুসৌরি ইন্টারন্যাশনাল স্কুল, জেনেসিস গ্লোবাল স্কুল (দিল্লি এনসিআর), ওকরিজ ইন্টারন্যাশনাল স্কুল (হায়দ্রাবাদ ও ভাইজাগ), কিংস কলেজ (দিল্লি এনসিআর), কাসিগা স্কুল (দেরাদুন), কেআইআইটি ইন্টারন্যাশনাল স্কুল (ভুবনেশ্বর), সেন্ট পলস স্কুল (দার্জিলিং), জৈন ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল, বেঙ্গালুরু অংশ নিয়েছে। এই স্কুলগুলো ভারতীয় ‘আইসিএসই’ এবং ‘সিবিএসই’ পাঠ্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক পাঠ্যক্রম ‘আইবি’ ইন্টারন্যাশনাল ব্যাকালোরেট' এবং কেমব্রিজ (আইজিসিএসই) প্রদান করবে।

মেলায় ভারতীয় বিশ্ববিদ্যালয়, কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে যা বিভিন্ন একাডেমিক, পেশাদার এবং বৃত্তিমূলক প্রোগ্রাম অফার করবে। স্পট কাউন্সেলিং এবং স্পট অ্যাপ্লিকেশন অফারগুলো এই মেলার অন্যতম আকর্ষণ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকটি হল মণিপাল বিশ্ববিদ্যালয়, এসআরএম বিশ্ববিদ্যালয়, অ্যামিটি বিশ্ববিদ্যালয়, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, আরভি ইউনিভার্সিটি, এনআইটিটিই ইউনিভার্সিটি, কেআইআইটি ইউনিভার্সিটি, জৈন ইউনিভার্সিটি, অ্যালায়েন্স ইউনিভার্সিটি, এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটি, মাহিন্দ্রা ইউনিভার্সিটি ইত্যাদি।