- ফিচার
- ড. ওয়াজেদ মিয়া রাজনীতি সচেতন ছিলেন: স্পিকার
ড. ওয়াজেদ মিয়া রাজনীতি সচেতন ছিলেন: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া মেধা দিয়ে সব চড়াই-উতরাই পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছিলেন এবং তা ধরে রেখেছিলেন। তিনি একদিকে যেমন বিজ্ঞানমনস্ক ছিলেন, একই সঙ্গে ছিলেন রাজনীতি সচেতন।
ওয়াজেদ মিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আলোচনা সভা এবং তাঁর জীবন অবলম্বনে রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদ ও ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয়ের আগে থেকেই ওয়াজেদ মিয়া রাজনীতি করতেন। বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয়ের পর রাজনীতিতে আরও সক্রিয় হন তিনি। বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হওয়ার কারণে তাঁকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছে।
'ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন' শীর্ষক বইটি লিখেছেন ড. আসাদুজ্জামান। আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক বিশেষজ্ঞ ড. শহীদ হোসাইন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডা. অশোক কুমার পাল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ ন ম আল ফিরোজ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গণি প্রমুখ।
মন্তব্য করুন