সেতারার সুর ভেসে আসে
তোমার স্নায়ুতন্ত্রে দূর পাহাড়ের দৃশ্য
আকাশের রং পরিবর্তন হতে থাকে
থেমে থেমে বদলে যায় স্কলেরা ক্যানভাস
সাদা ডিম বিচূর্ণ কুসুম অধ্যুষিত অঞ্চলে
আটকে পড়লে তোমার ইল্যুশনে, ফিরবে
না কি ফিরবে না, বিড়বিড় করে বলছিলে
ঘাসের গায়ে লেগে জুতো জোড়া ভিজছিল
ন্যাপথলিনের ঘ্রাণ তোমাকে উবে নিয়ে যাচ্ছিল
তবুও থামোনি কেন? শুনতে পাও কি
তোমারই প্রতিধ্বনি, বিষাদ ভরা রুহ-
ঠিক যেন ভেলভেট ফ্যাব্রিক, অনুবাদহীন
যা কিছু দেখি স্পর্শহীন- কতটুকু সত্য নাকি স্থির
নীল পানির নিচে কাঁদছে অসংখ্য কালো মার্বেল চোখ
আর তোমার না বলাটুকু শ্রুতিগত অদৃশ্য ফেনোমেনন
নুরেন দূর্দানী
প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন