আমিও তোমার সঙ্গে যেতে পারি
দূর কোনো অচেনা শহরে
পাথর সরানো রাতে বৃষ্টিরা একাকী হলে
শজারু কাঁটার ঘায়ে পথ নামে নিঃসঙ্গ অন্দরে।
আমিও সে পথে নামি ঈশ্বরের পায়ে
আয়ুর দু’চাকা খুলে যানজটে তুলে রাখি অপেক্ষার ঘুণ
নতুন শহরে কোনো আগন্তুক নেই
অদৃশ্য গল্পরা শুধু সবুজ শূন্যতা আঁকে
আত্মরতি ভেঙে জেগে উঠি যেই
প্রতিটি সকাল দেখি টকটকে
শীতল দুচোখে কাঁপে রক্তঝরা খুন।
জুনান নাশিত
প্রকাশ: ০৩ মার্চ ২৩ । ০০:০০ । প্রিন্ট সংস্করণ
মন্তব্য করুন