ধীরে ধীরে সে এসেছিল খুব সন্তর্পণে
যেন হেমন্তের অরণ্য থেকে উড়ে চলে এসেছিল
ঝরাপালকের মতো একটি সুবর্ণ হলুদ পাতা।
তাকে খুব যত্ন করে তুলে রেখেছিলাম
আমার গোপন কৌটোয়।
এখন আমার চেতনাজুড়ে প্রিয়তর
এক অনুভব ছুঁয়ে আলোড়ন জাগায়!
তা শুধু আমিই বুঝতে পারি।
আমার ব্যক্তিগত পুঁজিতে পূর্ণ আছে কালের খেয়ার ভাঁড়ার।
মগজের কোষে কোষে ধরে আছে যেন
            একমুঠো সুবাসিত কোরক।
তারই সৌগন্ধ উন্মাতাল হয় আমার নাবিক হৃদয়!
অলৌকিক সাম্পানে চড়ে এখন তাকে
শূন্যে ভাসাই দিকচিহ্নহীন পথে।
লুণ্ঠিত আত্মার জবানবন্দি দিতে পারে একমাত্র
ওই দূর-আকাশের মহাজাগতিক সময়-
যা আমার মনে জাগায় আপাত-স্পন্দিত বিস্ময়!

বিষয় : পদাবলি

মন্তব্য করুন