- ফিচার
- বসন্তের বাতাসটুকুর মতো
বসন্তের বাতাসটুকুর মতো

শীতধূসরতার পর রঙিন জীবনের হাতছানি নিয়ে আসে বসন্ত। বর্ণিল বসন্তের বাতাস মধুর ও অন্তরঙ্গ– তবে স্বল্পস্থায়ী। রবীন্দ্রনাথের গানের ভাষায় ‘আমার প্রাণের পরে চলে গেল কে/বসন্তের বাতাসটুকুর মতো...’ প্রকৃতই মানুষের স্মৃতিতে সুগভীর প্রভাব রেখে যাওয়া ঘটনা বা মানুষ– বসন্তের বাতাসটুকুর মতোই– প্রাণের গভীরে চিরদিনের মতো স্পর্শ করে যায়। প্রকৃতির রূপরস অনুষঙ্গ তাই মানুষের জীবনের সাথে মিলে যায় কখনও কখনও...
সূচিপত্র
শ্রদ্ধাঞ্জলি
কাইয়ুম চৌধুরী দেশের প্রতি পরতে জড়িয়ে আছেন
রফিকুন নবী :: ৪–৫
নিবন্ধ
সাফো–কথন
অপূর্ব চৌধুরী :: ৬–৭
প্রচ্ছদ
বসন্ত নেই, ফাল্গুনী আছে
ময়ুখ চৌধুরী :: ৮–১১
তোমার সে ধীর যাওয়া দেখেছি আড়াল থেকে
মাসুদুজ্জামান :: ১২–১৩
রেণু
সােহেল হাসান গালিব :: ১৪–১৫
পদাবলি :: ১৬–১৭
সাইফুল্লাহ মাহমুদ দুলাল
অঞ্জনা সাহা।। জুনান নাশিত
তুষার কবির।। নূরেন দুর্দানী
গল্প
রাতকােকিলের ডাক
জায়েদ ফরিদ:: ১৮–১৯
অনুবাদ গল্প
ভদ্রলোকের বুরুশ
মূল : সাদত হােসেন মান্টো
অনুবাদ : দিলওয়ার হাসান :: ২০–২২
দূরের সাহিত্য :: ২৩
বইয়ের ভুবন :: ২৪–২৫
শিল্পকলা
দেশীয় শিল্প উপাদানে
আধুনিক উপস্থাপন
আসমিতা আলম শাম্মী :: ২৬–২৭
আপন দর্পণ
ফেরদৌস নাহার :: ২৮
বিষয় : কালের খেয়া
মন্তব্য করুন