মনটা আমার
ঠিক যেন এক
    পঙ্খিরাজের ঘোড়া
উড়তে জানে
বাধার পাহাড়
    কেয়ার করেই থোড়া।

এক নিমেষে
যায় পেরিয়ে
    আকাশ-পাহাড় বন,
তারার দেশে
যেতেই লাগে
    মাত্র নিমেষ ক্ষণ।

ঠায় থাকে না
থির থাকে না
    এমনিতরো পাজি,
সপ্ত আকাশ
পাড়ি দেবার
    কেবল ধরে বাজি।
সাদা মেঘের
পাহাড় পেরোয়
    চোখের পলকে,
চলার গতি
এতই দ্রুত
    থামায় বলো কে?
কিন্তু  যতোই
যাক না দূরে
    –সপ্ত আকাশ ’পরে;
মা মণি যেই
ওঠেন ডেকে
    অমনি ফেরে ঘরে।

মায়ের ডাকে
থামে ঘোড়ার
    ওড়া, হাঁটাহাঁটি,
যাক যেখানে
সবচে’ প্রিয়
    মা ও ধরার মাটি।

বিষয় : ছড়া-কবিতা

মন্তব্য করুন