
ফড়িং সোনা, এই মাসটা যে আমাদের স্বাধীনতার মাস, তা তো জানোই। আমরা এই মাসে কেমন করে স্বাধীনতা পেলাম, তাও জানা আছে তোমাদের। তো স্বাধীনতার এই মাসটাকে নিয়ে তোমরা কী ভাবছো, কী আঁকছো এবং কী লিখছো– তা আমাদের কাছে জলদি করে পাঠিয়ে দাও। আমরা খুব যত্ন করে তোমাদের ভাবনা, তোমাদের আঁকা-লেখা ঘাসফড়িংয়ে ছেপে দেবো।
অনেকে তো এখন আবার ফেসবুকে ঢুঁ মারো। বলি কেউ চাইলে ঘাসফড়িংয়ের ফেসবুকে গিয়েও লিখতো পারো মনের কথা। লিখতে পারো স্বাধীনতার কথা। সেই লেখাও আমরা ছাপিয়ে দেবো এখানে। ফেসবুকের ঠিকানা দেওয়া আছে নিচে।
আমাদের কাছে লেখা পাঠানোর ঠিকানাটা তো জানোই। তবু আবার বলছি–
আমাদের ঠিকানা
ফড়িং মিয়া, ঘাসফড়িং, সমকাল
৩৮৭, তেজগাঁও শি/এ, ঢাকা-১২০৮
http://surl.li/ctguh
মন্তব্য করুন