প্রিয় মিকা, অসীম, ভূতসমাজ
আমি তোমায় বলেছিলাম তোমাদের ভূতসমাজ নিয়ে কিছু বলতে। তবে একটা বই পড়ে জানতে পারলাম যে, তোমাদের ভূতসমাজের কাগজের দাম নাকি বেড়েছে, তাই আমি কিছু কাগজ দিয়ে দিলাম। তুমি জানতে চেয়েছিলে আমাদের নালন্দার উৎসব নিয়ে, তাই চিঠিটা দিলাম। তোমার বন্ধুদের দেখাবে।
বন্ধু, তোমায় আর কী বলবো; আমার নালন্দা তো উৎসবে ভরপুর! অর্ধবার্ষিক মূল্যায়নের আগে বা পরে বিষয়ভিত্তিক উৎসব হয়। এছাড়াও পিঠা উৎসব, নবীনবরণ, বই উৎসবের মধ্য দিয়ে আমাদের পুরো এক বছর কেটে যায় কখন বুঝতেই পারি না।
প্রতিদিন সকালে সমাবেশও কিন্তু আমাদের কাছে ছোট একটা উৎসবের মতো। উৎসবে আপু-ভাইয়ারা আমাদের মতো দুষ্টুগুলোকে সামলাতে হিমশিম খায়। আর কিছু বললাম না; পরে আবার তোমার হিংসে হবে! ভালো থেকো।
ইতি, বন্ধু প্রিয়ব্রত
বয়স ১+২+৩+৬ বছর; পঞ্চম শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়, ধানমন্ডি, ঢাকা
বিষয় : গপ্পো
মন্তব্য করুন