ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তীর সত্তর বছর বয়স উপলক্ষে রচিত ‘সময়ের কুয়াশায়: দীপেশ চক্রবর্তীর সম্মানে প্রবন্ধগুচ্ছ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দীপেশ চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ইতিহাসবিদ ও প্রাবন্ধিক আহমেদ কামাল, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক বিনায়ক সেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ-আল মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ ফেরদৌস আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাব্বির আজম। বইটি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) থেকে প্রকাশ হয়েছে।

আহমেদ কামাল বলেন, আমরা বইয়ের সম্পাদনা পর্ষদের সদস্য ঢাকা থেকে একটি সম্মাননা বই প্রকাশের পরিকল্পনা করেছিলাম। নানা জটিলতায় বইটি বের হতে দেরি হল। তবে দেরিতে হলেও বইটি যে পাঠকের হাতে তুলে দেওয়া গেল, সেটাই পরম স্বস্তি।

বিনায়ক সেন বলেন, বইটি সাবঅল্টার্ন (নিম্নবর্গ) ইতিহাসসমৃদ্ধ। এই বইয়ে সাবঅল্টার্নদের ভূমিকা নিয়ে প্রবন্ধ লেখা হয়েছে। স্বাধীনতা আন্দোলনে আইয়ুব খান সরকার নামানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শ্রমিক শ্রেণির আন্দোলন। আদমজী জুট মিল এবং টেক্সটাইলের শ্রমিক শ্রেণির আন্দোলনের সাহায্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলের তালা ভাঙা সম্ভব হয়েছিল। এখনও চা ও পোশাক শ্রমিকরা যখন আন্দোলন করেন, তখন রাষ্ট্র তাদের বিকল্প পায় না। সুতরাং বলা যায়, তাদের একটি সংঘবদ্ধ শক্তি আছে, তারা চাইলে আশপাশ নড়িয়ে দিতে পারে—সে জিনিসটি বইয়ে আমরা বুঝতে পারি।

মোহাম্মদ আজম বলেন, এই লেখার মধ্য দিয়ে আমরা দীপেশ চক্রবর্তীকে জানতে পারি। তবে তাঁর সম্পর্কে আরও বেশি লেখা উচিত ছিল। দীপেশদার সঙ্গে তরুণদের যে সম্পর্ক হয়েছে তারই প্রতিফলন হয়েছে বইটিতে।