এবারের আয়োজনে চমকপ্রদ সব ডিভাইস ও উদ্ভাবন প্রদর্শনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজির হয় প্রায় ১০ সহস্রাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান।  বিশ্বের ১৫২টি দেশের দেড় লক্ষাধিক প্রযুক্তপ্রেমী উপস্থিত ছিলেন এ মেলায়...

তথ্যপ্রযুক্তি বিশেষ করে টেলিযোগাযোগ খাতে বিশ্বের শীর্ষ প্রদর্শনী ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস’। স্পেনের বার্সেলোনায় প্রতিবছর এই প্রদর্শনী আয়োজিত হয়। তবে করোনার প্রাদুর্ভাবে গত তিন বছর বন্ধ ছিল এ আয়োজন। তিন বছর পর গত ২৭ ফেব্রুয়ারি শুরু হয় চার দিনের এ প্রদর্শনী। এবারের আয়োজনে চমকপ্রদ সব ডিভাইস ও উদ্ভাবন প্রদর্শনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজির হয় প্রায় ১০ সহস্রাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান।  বিশ্বের ১৫২টি দেশের দেড় লক্ষাধিক প্রযুক্তিপ্রেমী উপস্থিত ছিলেন এ মেলায়। এএফপির তথ্যমতে, এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আসরে ‘উদ্ভাবনের সুনামি’ বইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্মার্ট ডিভাইস।

লেনোভো

ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো এনেছে রোলেবল (মোড়ানো যায়) ল্যাপটপ কনসেপ্ট । এক ক্লিকের মাধ্যমে ল্যাপটপ স্ক্রিন ডাবল হয়ে যাবে। প্রয়োজন অনুসারে বাড়ানো বা কমানো যাবে এ ল্যাপটপে।  চমৎকার এ কনসেপ্ট ল্যাপটপ দর্শনার্থীদের নজর কাড়ে।

টেকনো

প্রদর্শনীতে প্রথমবার অংশ নিয়ে ক্যামিলিয়ন কালার চেঞ্জিং প্রযুক্তি উন্মোচন করেছে টেকনো। রং পরিবর্তনের এই প্রযুক্তি স্মার্টফোন বাজারে নতুন কোনো বিষয় না হলেও টেকনো মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায় ১ হাজার ৬০০টি ভিন্ন ভিন্ন রং থেকে পছন্দমতো রং বাছাই করতে পারেবেন। ব্যাটারির লেভেল, মিউজিক বা নোটিফিকেশনের ওপর ভিত্তি করে ২০ লাখবার পর্যন্ত রং স্বয়ংকৃতভাবে পরিবর্তিত হবে কালার চেঞ্জিং এই প্রযুক্তির মাধ্যমে।   

মটোরোলা

এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে মটোরোলার ভাঁজ প্রযুক্তি। পাঁচ ইঞ্চি পর্দার ফোনটি ওপরের দিকে ওঠাতেই বেড়ে যায় আরও এক ইঞ্চি। এর ফলে ব্যবহারকারীরা খুব সহজেই পকেটে এ স্মার্টফোনটি রাখতে পারবেন। এ ছাড়া একসঙ্গে অনেক কাজ সম্পন্ন করা যাবে এই ফোনে। ২০২৩ রেজর মডেলের এ ফোনটিতে একটি অনেক বড় বাইরের ডিসপ্লে অন্তর্ভুক্ত করা হয়েছে; যা ডিভাইসের প্যানেলের প্রায় সম্পূর্ণ অংশ নেয়। মটোরোলার এ ফোনটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

শাওমি

এবারও এআর চশমায় নতুন চমক দেখিয়েছে শাওমি। ওয়্যারলেস এ চশমা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ডিভাইসটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, স্মার্টফোন ব্যবহার না করেও এ চশমার অ্যামবেডেড ক্যামেরার সাহায্যে সব কাজ সম্পন্ন করা যাবে। ব্যবহারকারীরা চশমা পরেই অ্যাপ খুলতে পারবেন। তবে স্বাভাবিক চশমার ওজনের চেয়ে শাওমির এই এআর চশমার ওজন খানিকটা বেশি। এর ওজন ১২৬ গ্রাম। এতে বেশিক্ষণ চশমাটি পরে থাকতে সমস্যা হতে পারে। ডিভাইসটির উৎপাদন এখনও পুরোদমে শুরু হয়নি।

নকিয়া

একসময়ের জনপ্রিয় মোবাইল ফোন নির্মাতা নকিয়ায় বদলের হাওয়া লেগেছে। শুরুতেই বদলেছে চিরচেনা লোগো। প্রায় ৬০ বছর পর পরিবর্তন হলো নকিয়ার লোগো।  নকিয়ার ফিনিশ প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পেকা লুন্ডমার্ক নতুন লোগো উন্মোচন করেন গতকাল রোববার।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে যৌথভাবে চন্দ্রপৃষ্ঠে লুনার সেলুলার নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে ফিনল্যান্ডের মোবাইল টেলিযোগ প্রতিষ্ঠান নকিয়া। এ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। নকিয়ার তথ্যমতে, মহাকাশে নভোচারীদের একজনের সঙ্গে অন্যজনের যোগাযোগের প্রয়োজন হয় খুব বেশি। মহাকাশে পরস্পরের সঙ্গে যোগাযোগ সহজে করা যায় না। এ যোগাযোগকেই সহজ করার জন্য কাজ করছে নকিয়া। এ ছাড়া এইচডি ভিডিও স্ট্রিমিং, দূর নিয়ন্ত্রিত বিভিন্ন যন্ত্রের সেন্সরসহ নানা প্রযুক্তির সুবিধার ক্ষেত্রে নকিয়া ও নাসা চাঁদে নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে।

হুয়াওয়ে

স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে এবার বেশ কয়েকটি প্রযুক্তির উন্মোচন করেছে এই মেলায়। ভাঁজ করা নতুন স্মার্টফোন বেশ সাড়া ফেলেছে। মেলায় ক্লাউড প্রযুক্তিতে সচল প্রাণীর মতো দেখতে রোবটও প্রদর্শন করেছে হুয়াওয়ে।

স্যামসাং

এবারের মেলায় স্যামসাংয়ের প্যাভিলিয়নে প্রদর্শন করা হয়েছে তাদের সর্বশেষ মডেলের স্মার্টফোন এস২৩ তৈরির সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া। ফোনটি চলতি বছরের শুরুর দিকে বিশ্বজুড়ে উন্মোচন করে স্যামসাং।

রিয়েলমি

রিয়েলমি প্রদর্শন করে ২৪০ ওয়াট দ্রুত চার্জিং ফোন। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ফোন চার্জ সম্পন্ন হবে। এই ৩০ সেকেন্ডের চার্জেই ২ ঘণ্টার মতো কথা বলা, ৩ ঘণ্টা গান শোনা বা ৪০ মিনিটের ভিডিও স্ট্রিমিংয়ের জন্য যথেষ্ট হবে।

রেডমি

৩০০ ওয়াট দ্রুত চার্জিং স্মার্টফোন আনল রেডমি। মাত্র ৫ মিনিটের মধ্যে মোবাইল ফোন সম্পূর্ণ চার্জ হবে। ডুয়াল জিএএন প্রযুক্তির ডিভাইসটি ফোনের ব্যাটারির অর্ধেক মাত্র দুই মিনিটের মধ্যে চার্জ করতে পরিচালনা করে এবং ৫ মিনিটের মধ্যে এটি ১০০ শতাংশে পৌঁছে যায়। ওয়ানপ্লাসসহ অন্যান্য চায়নিজ ফোন কোম্পানিগুলো আল্ট্রাফাস্ট চার্জিংকে স্ট্যান্ডার্ড ধরে নিত্যনতুন মোবাইল ফোন বাজারে আনলেও এখন পর্যন্ত রেডমির এ ফোনটিই সেরা হিসেবে ধরা হচ্ছে।

ওয়ানপ্লাস

যাঁরা স্মার্টফোনে গেম খেলতে অভ্যস্ত, তাঁদের জন্য ওয়ানপ্লাস এনেছে ক্রায়োফ্লাস্ক কুলিং সিস্টেম প্রযুক্তির ফোন। ফোনে গেম খেলার কারণে গরম হওয়ার সমস্যা দূর হবে। এই প্রযুক্তি মোবাইল ফোনকে ঠান্ডা রাখবে গেম খেলা বা ইন্টারনেট ব্রাউজিংয়ের সময়।  এটি একদিকে যেমন গেমের গতিকে বাড়িয়ে দেবে, অপরদিকে খুব দ্রুত চার্জ হবে।

ইন্টেল

কম্পিউটার প্রসেসরের বেশিরভাগই আসে ইন্টেলের হাত ধরে। আগামী প্রজন্মের কম্পিউটারে প্রসেসর কেমন হবে তা দেখিয়েছে কোম্পানিটি। নতুন প্রজন্মের এ গতিময় প্রসেসর মেলায় আগতদের সত্যিকার অর্থে চমকে দিয়েছে।