- ফিচার
- উইন্ডোজ ১১ অ্যান্ড্রয়েড ফোন যুক্ত করুন
উইন্ডোজ ১১ অ্যান্ড্রয়েড ফোন যুক্ত করুন

উইন্ডোজ পিসিকে চাইেলই অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে যুক্ত করা যায়। বিশেষ করে উইন্ডোজ ১১ সংস্করণের পিসি কিংবা ল্যাপটপে অ্যান্ডয়েড ফোন যুক্ত করে ওই পিসি বা ল্যাপটপেই ফোনে আসা সব নোটিফিকেশন, টেক্সট মেসেজ, ছবি ও ভিডিও দেখা যাবে। এমনকি কলও করা যাবে কম্পিউটার থেকে। ফোনের ডু নট ডিস্টার্ব, ব্লুটুথ, ভলিউম কমানো বা বাড়ানো, অডিও প্লেয়ার চালু বা বন্ধ ও করা যাবে কম্পিউটার থেকেই। সুবিধাটি পেতে যুক্ত হতে হবে উইেন্ডাজ ১১ এর লিঙ্ক টু উইন্ডোজ অ্যাপে। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ফোনে ডাউনলোড করতে হবে। উইন্ডোজ ১১ চালিত ডিভাইসে সার্চ করলেই Phone Link অ্যাপটি পাওয়া যাবে। অ্যাপটির আপডেট পেন্ডিং থাকলে, প্রথমে অ্যাপ আপডেট করে নিন। অ্যাপটি ওপেন করুন ও Get Started অপশনে ক্লিক করুন। এর পর মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করুন।
মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। না হলে ফোনের সঙ্গে পিসি লিঙ্ক করা যাবে না। এবার I have the Link to Windows app এর পাশে থাকা চেক বক্সে টিক দিন ও Pair with QR code অপশনে ক্লিক করুন। কিউআর কোড ব্যবহার করে ফোন ও কম্পিউটার লিঙ্ক করুন।ফোনে থাকা QR code on your PC is ready অপশনের চেকবক্সটি টিক দিন এবং কন্টিনিউ অপশনে ট্যাপ করুন। এর পর ফোনের ছবি ও ভিডিও অপশনের পারমিশন দিতে হবে। এবার ফোনের ক্যামেরায় কম্পিউটারে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করলে ফোন ও পিসি সংযুক্ত হবে। এর পর ফোনের অন্যান্য পারমিশন দিন। চাইলে অ্যাপটিকে পিসির টাস্কবারে পিন করে রাখতে পারেন। এর পর অ্যাপটির মাধ্যমে পিসি বা ল্যাপটপ থেকেই ফোনের নোটিফিকেশন দেখা, টেক্সট মেসেজ পাঠানো, ফটো দেখা বা কল করা যাবে।আপনি যদি এখনও ওপেনিং স্ক্রিনে থাকেন, তাহলে See my notifications অপশনে ক্লিক করতে পারেন। যদি সরাসরি Phone Link অ্যাপের মেইন স্ক্রিনে চলে আসে, তবে বাঁ দিকের মেন্যুতে Notifications অপশনে ক্লিক করুন ও এর পর নোটিফিকেশন সিঙ্ক ফিচারটির পারমিশন অ্যালাউ করে দিন। এর পর নোটিফিকেশন অ্যাকসেসের বিষয়টি নিশ্চিত করা হবে।
মন্তব্য করুন