বোস্টন ইউনিভার্সিটি স্কলারশিপ
এ বিশ্ববিদ্যালয় থেকে বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি স্কলারশিপ ও বোস্টন ইউনিভার্সিটি প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ নামে দুই ধরনের বৃত্তি দেওয়া হয়। ট্রাস্টি স্কলারশিপে টিউশন ফি ফ্রি ও প্রেসিডেন্সিয়াল স্কলারশিপে বার্ষিক ২৫ হাজার ডলার অনুদান দেওয়া হয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়।
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য https://www.bu.edu/admissions/tuition-aid/scholarships-financial-aid/first-year-merit/

ইয়েল ইউনিভার্সিটি স্কলারশিপ
এ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে এই বৃত্তি দেওয়া হয়। বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, টিউশন ফি, আবাসন, খাবার, ভ্রমণ ভাতা ও প্রথম বছরে দুই হাজার ডলারসহ স্বাস্থ্য বীমার সুযোগ দেওয়া হয়।
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য https://finaid.yale.edu/costs-affordability/types-aid/scholarships-and-grants#YS

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ
এটি একটি বহুল পরিচিত বৃত্তি। এই বিশ্ববিদ্যালয়ের নাইট হেনেসি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কলারশিপ ১০০টি ফুল ফ্রি বৃত্তির ঘোষণা দিয়েছে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে এই বৃত্তি দেওয়া হবে। এই বৃত্তির আওতায় যাতায়াত ভাতা, ভ্রমণ ভাতা, টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের মাসিক ভাতা দেওয়া হয়।
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য https://knight-hennessy.stanford.edu/

ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন স্কলারশিপ

ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন প্রতিবছর বিদেশি শিক্ষার্থীদের ফুল ফ্রি বৃত্তি দেয়। এই বিশ্ববিদ্যালয়ে শুধু স্নাতকোত্তর পর্যায়ে এবার বৃত্তি দেওয়া হবে।
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য https://www.newhaven.edu/admissions/graduate/graduate-assistantships-scholarships/

জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ
আটলান্টার জর্জিয়া ইউনিভার্সিটি স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেয়।
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য https://isss.gsu.edu/incoming-students/step-1-admissions/