প্রকৃতিতে তখন সন্ধ্যা নেমেছে। ল্যাম্পপোস্ট লাইটের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের (শাবি) হ্যান্ডবল মাঠের চারপাশে লাগানো ফ্লাডলাইটগুলো জ্বলে ওঠে। অন্ধকার আকাশ আর নিচে ফ্লাডলাইটের সেই আলোয় ক্রিকেট খেলছে মেয়েরা। এদিকে রাতের আকাশে অন্ধকার যখন আরও ঘনিয়ে আসছিল, তখন ওই লাইটগুলোর আলোর নিচে দর্শকের সংখ্যা আর স্লোগান বাড়ছিল।

আয়োজকরা বলেন, ‘বড় পর্যায়ের খেলায় যেমন আয়োজন থাকে, ছোট করে হলেও আমরা সেই স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। যেন তারা খেলাধুলায় আরও উৎসাহী হয়।’ স্পোর্টস সাস্টের আয়োজনে এমনই এক উৎসবমুখর পরিবেশে ‘স্পোর্টস সাস্ট ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’-এ খেলে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের দল এপোডাস। গত সোমবার রাতে দল এপোডাস এবং ব্যবসায় প্রশাসন বিভাগের টিম করপোরেট ক্র্যাসারসের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ৬ উইকেটে চ্যাম্পিয়ন হয়েছে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের টিম এপোডাস। এর আগে টসে জিতে দল এপোডাস বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে করপোরেট ক্র্যাসারস নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ৫৬ রান করে। জবাবে এপোডাস ৫ ওভার দুই বল এবং এক উইকেট খরচে ৬০ রান করে চ্যাম্পিয়ন হয়। জয়ের অনুভূতি প্রকাশ করে এই দলের অধিনায়ক স্মৃতি বেগম বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে মেয়েদের এমন আয়োজন খুব কম হয়। আমাদের এখানে মেয়েদের জন্য দুই-একটা টুর্নামেন্ট হয়। সুযোগ পেলে আমরা খেলতে পারি, এ আয়োজন তার উদাহরণ। শুধু ক্রিকেট নয়, ছেলেদের পাশাপাশি আমাদের জন্য সব খেলার এমন সুযোগ তৈরি হোক।’ শিক্ষার্থীরা অবসরে বিপথে না গিয়ে যেন খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ব গঠন করতে পারে; এমন স্বপ্ন নিয়ে ২০০৫ সালে পহেলা বৈশাখে কিছু উদ্যমী শিক্ষার্থীর হাত ধরে শাবি ক্যাম্পাসে শুরু হয়েছিল স্পোর্টস সাস্ট সংগঠন। শুরুর পর থেকে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে আসছে তারা। শুধু খেলাধুলা নয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেয়ে শিক্ষার্থীদের নিয়ে স্পোর্টস সাস্ট ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে যেন কাজী নজরুল ইসলামের ‘সাম্যের গান গাই/ আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!’ এ বার্তা তারা দিল। এ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক আল-আমিন বলেন, ‘স্পোর্টস সাস্ট ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাধুলার সুযোগ করে দিতে এ উদ্যোগ নেয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিয়েছে। আশা করি, এ টুর্নামেন্টের মাধ্যমে এ বিশবিদ্যালয়ের মেয়েরাও খেলাধুলায় এগিয়ে যাবে এবং যোগ্যতার স্বাক্ষর রাখবে। আমাদের এ আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক সমকাল।’