বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে দেশসেরা নোয়াখালী জিলা স্কুলের চ্যাম্পিয়ন কৃতী তার্কিকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সমকালের নোয়াখালী জেলা প্রতিনিধি আনোয়ারুল হায়দারের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের শিক্ষক মোর্শেদা খানমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আন্দালিব, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সালেহ উদ্দীন শেখ মনি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, একই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ে প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ, ফার্মাসি বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার, এমআইএস বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সালাম স্বাধীন, সমাজকর্ম বিভাগের প্রভাষক মুনিয়া মনজুর ও নোয়াখালী সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হুমায়ুন কবির, শিক্ষক ও নারী নেত্রী লায়লা পারভীন।

এতে বক্তব্য দেন অভিভাবক ও নোয়াখালী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদ, নোয়াখালী জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোক্তুল হোসেইন, কবি ফিরোজ শাহ্‌, জাতীয় পর্যায়ে বিতর্কে চ্যাম্পিয়ন দলের দলনেতা ও সেরা বক্তা মো. ফাইজুস সালেহীন, ২য় বক্তা তালহা মাহমুদ ও প্রথম বক্তা আশফাকুর রহমান তানজিম।

নোয়াখালী প্রতিনিধি