- ফিচার
- ঢাকায় প্রথম কনসার্ট
ঢাকায় প্রথম কনসার্ট

‘নেশার বোঝা’, ‘ভালোবাসা বাকি’, ‘অপার্থিব’, ‘ভাবালে’-এর মতো আলোচিত গানের শিল্পী রাফফান ইমাম প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করবেন। শ্রোতামহলে তিনি ‘পপাই’ নামে পরিচিত। আজ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘রক অ্যান্ড রিদম ২.০ : পপাই লাইভ ইন ঢাকা’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে অ্যাডভেন্টর কমিউনিকেশনস। v
মন্তব্য করুন