সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম আনন্দঘন উৎসব দোল পূর্ণিমা। প্রতি বছরই এই উৎসবে সাধারণ মানুষের মতো তারকারা নানা রঙে নিজেকে রাঙিয়ে তোলেন। ব্যতিক্রম ঘটেনি এবারও। বলা যায়, গেল মঙ্গলবার বলিউডের অন্যরকম দিন ছিল। পরিবারের সদস্য বা সহশিল্পীদের সঙ্গে দোলযাত্রা উদযাপনে হোলি খেলেছেন বলিউড তারকারা। একে অপরকে রঙে রাঙিয়ে হোলি খেলার ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। চলুন একনজরে সেটা জেনে নেওয়া যাক–

তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ হোলি উৎসবে মেতেছেন পরিবারের সঙ্গে। ঘরের বারান্দায় থেকে রঙে মাখামাখি অবস্থায় সেলফি তুলে তা শেয়ার করেছেন ক্যাটরিনা। যেখানে তাঁর সঙ্গে আছেন স্বামী ভিকি, শ্বশুর-শাশুড়ি ও বোন ইসাবেল। ছবির ক্যাপশনে ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। শুটিং সেট থেকে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন আলিয়া ভাট। রঙিন একটি ছাতার নিচে দাঁড়িয়ে সেলফি তুলেছেন তিনি। ক্যাপশনে বলেছেন, ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমার সেট থেকে ভীষণ রঙিন এক রানীর পক্ষ থেকে হোলি উৎসবের শুভেচ্ছা।’ রণবীর কাপুর মুখে আবির মেখে আলাদা একটি ছবি শেয়ার করেছেন। 

বলিউড ভাইজান সালমান খান শুভেচ্ছা দিয়েছেন তাঁর ফার্ম হাউসে তোলা একটি ছবি দিয়ে। যদিও তাতে আবিরের অস্তিত্ব নেই। তবে সালমানের ছবিটাই ভক্তদের কাছে বিশেষ উপহার। যেখানে তাঁকে ধূসর-সবুজ টি-শার্ট আর কফি কালারের হ্যাট পরিহিত উদাস দৃষ্টিতে দেখা গেছে।

সন্তানদের নিয়ে হোলিতে মজেছেন কারিনা কাপুর খান। তৈমুর ও জেহকে নিয়ে রঙে একেবারে মাখামাখি অবস্থা তাঁর। সেই ছবিই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তবে কাজের ব্যস্ততায় উপস্থিত ছিলেন না সাইফ আলী খান। তাই স্বামীকে মিস করার কথাও জানাতে ভুললেন না নবাবপত্নী। শুভেচ্ছা বার্তায় কারিনা বলেছেন, ‘তোমাদের সবার মাঝে রং, ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দিলাম। ভালোবাসা নিও ইনস্টাগ্রাম পরিবার। হ্যাপি হোলি।’

নবদম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির হোলি উৎসবের ছবি অবশ্য পাওয়া যায়নি। তবে তাঁরা বিয়ের হলুদে তোলা ছবি দিয়েই শুভেচ্ছা সেরেছেন। দু’জনের সমন্বিত পোস্টে বলা হয়েছে, ‘আমার এবং আমার ভালোবাসার মানুষের পক্ষ থেকে তোমাদের সবাইকে হোলির শুভেচ্ছা।’ মুখে-গায়ে রং মেখে একেবারে রঙিন রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন অনন্যা পাণ্ডে। হলুদ পোশাকে নিজেকে সাজিয়ে জানিয়েছেন শুভেচ্ছা। অভিনেতা শহিদ কাপুর একটু ভিন্ন আঙ্গিকে শুভেচ্ছা জানিয়েছেন। ‘কবির সিং’ সিনেমায় তাঁকে হোলি উৎসবে তীব্র রাগান্বিত অবস্থায় বাইক নিয়ে ছুটতে দেখা যায়। ওই দৃশ্যটিই শেয়ার করেছেন অভিনেতা।