ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজের দুটি নবনির্মিত হল ও একটি নির্মাণাধীন ভবনের নাম পরিবর্তনে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আজ শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক ও সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ এ সংক্রান্ত একটি চিঠি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহার হাতে তুলে দেন।

চিঠিতে বলা হয়েছে, সরকারি রাজেন্দ্র কলেজের নবনির্মিত ছাত্র হলের নামকরণ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ছাত্রী হলের নামকরণ ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ এবং নির্মাণাধীন দশতলা অ্যাকাডেমিক ভবনের নামকরণ ‘শেখ রাসেল শতাব্দী ভবন’ অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ বলেন, ‘ফরিদপুর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা। এ জেলায় বঙ্গবন্ধু পদচারণ করেন। জেলার প্রতিটা পরতে পরতে বঙ্গবন্ধুকে ছড়িয়ে দিতেই আমাদের এ প্রচেষ্টা।’

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা বলেন, ‘জেলা আওয়ামী লীগ কলেজের দুটি নবনির্মিত (ছাত্র ও ছাত্রী) হলের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ এবং নির্মাণাধীন একটি ভবনের নাম ‘শেখ রাসেল শতাব্দী ভবন’ রাখার জন্য লিখিতভাবে প্রস্তাব করেছে। যেহেতু বাংলা মানেই বঙ্গবন্ধু। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহত্তর ফরিদপুরের সন্তান। আমরা অবশ্যই আবেদনটি বিবেচনায় নিয়ে যথাযথ ব্যবস্থা নেব।’ 

তিনি আরও বলেন, ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় হল দুটির নামকরণ করা হয় ‘ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ছাত্রাবাস’ ও ‘আফসানা মোশাররফ ছাত্রী নিবাস’। তবে গত বছরের এপ্রিল মাসে জেলা ছাত্রলীগ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নামের হলটির নাম ‘শেখ রাসেল’ ও আফসানা মোশাররফ হলটির নাম পরিবর্তন করে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ করার দাবি করে। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগের নাম পরিবর্তন করে বর্তমানে ‘নবনির্মিত ছাত্রাবাস’ ও ‘নবনির্মিত ছাত্রীনিবাস’ নাম রাখা হয়েছে।’