রাজধানীর ধানমন্ডিতে শফিউদ্দীন শিল্পালয়ে শুরু হয়েছে শিল্পী কামরুন নাহারের তিন দিনব্যাপি একক চিত্র প্রদর্শনী ‘নিসর্গের চিত্র’।

সোমবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি, সংসদ সদস্য জওয়ান আহম্মদ তৌফিক ও ওয়েষ্টার্ন গ্রুপের চেয়ারম্যান এএসএম আলাউদ্দিন ভূইয়া প্রমুখ। 

গ্রামীণ জীবনের ওপর আঁকা শিল্পীর ৩৬টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। ১৫ মার্চ পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে ঘুরে দেখা যাবে প্রদর্শনী।