অনলাইন ও অফলাইনে নারী উদ্যোক্তাদের সহায়তায় ইভেন্ট, সমাজসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে নারী সংগঠন এডব্লিউই। নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও মেলার আয়োজন করে তারা।

এরই ধারাবাহিকতায় ১০ মার্চ রূপগঞ্জের ইউসুফগঞ্জ স্কুলের বাল্যবিয়ে রোধে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাহসী ভূমিকা নেওয়ার জন্য পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। গুলশান ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পরোপকার, স্বাস্থ্য, শিক্ষা, মেকওভার ও ডিজাইনার ইত্যাদি ক্যাটাগরিতে ২০ নারীকে ‘অদম্যকন্যা’ সম্মাননা দেওয়া হয়।

বিষয় : এডব্লিউই

মন্তব্য করুন