
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর পরিচালক এডওয়ার্ড বার্গার
একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারে এবার সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এটিসহ মোট চারটি চলচ্চিত্র, যা গ্রন্থ থেকে চিত্ররূপ দেওয়া হয়েছে, বিভিন্ন বিভাগে পুরস্কার জয় করেছে। সব মিলিয়ে ১২ মার্চ (রোববার) রাতে অস্কার পুরস্কারে সাহিত্যের জয়জয়কারই শোনা গেছে।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ ১৯২৯ সালে প্রকাশিত এরিখ মারিয়া রেমার্কের ক্ল্যাসিক উপন্যাস। প্রথম বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা এ উপন্যাসের ওপর জার্মান ভাষায় চলচ্চিত্রটি নির্মাণ করেন এডওয়ার্ড বার্গার। ৯টি অস্কার মনোনয়নে চারটি জিতে নিয়েছে চলচ্চিত্রটি। সিনেমাটোগ্রাফি (জেমস ফ্রেন্ড), অরিজিনাল স্কোর (ভোকার বার্টেলম্যান), প্রোডাকশন ডিজাইন (ক্রিশ্চিয়ান এম গোল্ডবেক এবং আর্নেস্টাইন হিপার) এর জন্য ট্রফিসহ চলচ্চিত্রটি আন্তর্জাতিক ফিচার পুরস্কার জিতেছে।
‘উইমেন টকিং’-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন সারাহ পলি। এ চলচ্চিত্রটি ২০১৯ সালের মিরিয়াম টোউসের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত। কার্লো কোলোডির ক্ল্যাসিক শিশুতোষ উপন্যাস অবলম্বনে গুইলারমো দেল তোরোর ‘পিনোচিও’ সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। দেল তোরো পুরস্কার গ্রহণ করে দেওয়া বক্তব্যে নেটফ্লিক্স ও তার পরিবারকে ধন্যবাদ জানান এবং বলেন, ‘অ্যানিমেশন হলো সিনেমা। অ্যানিমেশন কোনো বিশেষ ধারা নয়। অ্যানিমেশন আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আমরা সবাই এর জন্য প্রস্তুত।’ অ্যানিমেটেড শর্ট অ্যাওয়ার্ড জিতেছে ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’। চার্লি ম্যাকেসির ২০১৯ সালের বইয়ের রূপান্তর এটি। ম্যাকেসি, বইটির সহলেখক। আবার তিনি ছবিটির সহপরিচালকও। তিনি প্রযোজক ম্যাথিউ ফ্রয়েডের সঙ্গে পুরস্কার গ্রহণ করেন। তিনি বলেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করেছি, তারা আমাকে দুই বছর ধরে সহ্য করেছে এবং তারা সাহসী ও দয়ালু।’
মন্তব্য করুন