- ফিচার
- মাধবী এসেই বলে– যাই
মাধবী এসেই বলে– যাই

জীবন তার সমস্ত আয়োজন নিয়ে ঘিরে রাখে মানুষ ও প্রকৃতি। জীবনের আনন্দ ও বেদনা, বিষাদ ও উল্লাস, ক্রন্দন ও উচ্ছ্বাস- সবই মানুষের বেঁচে থাকবার অফুরন্ত আগ্রহের অসীম উৎস- এসবই প্রকৃতপক্ষে জীবনের মাধবী। চোখের পলক ফেলবার আগে যেন শেষ হয় মানুষের আয়ু- এ যেন কবিকণ্ঠের চির অমলিন বাণী- মাধবী এসেই বলে- যাই! অনিশ্চয়তা আর দ্রুততার মাঝে আলোর ঝলকের মতো মাধবী তাই বারবার ফিরে আসে, তাকে আসতে হয়...
সূচিপত্র
প্রবন্ধ
বর্ধমান ভবনে বঙ্গবন্ধু
কাজী জাহিদুল হক :: ৪–৬
আপন দর্পণ
লুবনা মরিয়ম :: ৭
প্রচ্ছদ
জীবন এসেই বলে যাই
আনােয়ারা সৈয়দ হক:: ৮–১০
মাধবীর সঙ্গে গত বিষ্যুদবার
আলফ্রেড খোকন :: ১১–১৩
মাধবীর অন্বেষণে
সালেহীন শিপ্রা:: ১৪–১৫
গল্প
শস্য
ঝুমকি বসু :: ১৬–১৮
লাইন অব ডেথ
আহমেদ খান হীরক :: ২২–২৪
দূরের সাহিত্য :: ১৯
পদাবলি :: ২০–২১
জাহিদুল হক
খালেদ হােসাইন
নাসিমা খান বকুল
শুক্লা ইফতেখার
শোয়েব সর্বনাম
বহ্নি কুসুম
শিল্পকলা
বিমূর্ত ছাপচিত্রে নন্দন ভুবন
হামিম কামাল :: ২৫–২৬
বইয়ের ভুবন :: ২৭-২৮
কুইজ :: ৩০
বিষয় : কালের খেয়া
মন্তব্য করুন