রুপোর ফোঁটা বৃষ্টি কণা
অবাক চোখে স্বপ্ন বোনা
মেঘ মেয়েটা দস্যি পাখি
চোখে কালো কাজল নাকি?

যেই দিয়েছো কান্না করে
অমনি দেখি পান্না ঝরে!

পান্না তো নয় রুপোর ফোঁটা
পড়লো যখন ফুলের বোঁটা
ভীষণ খুশি গোসল সেরে
মন নিয়েছে হঠাৎ কেড়ে
পাতার আড়ে ফড়িং ছানার
চোট লেগেছে কোমল ডানার।

যেই রোদ্দুর উঠলো শেষে
ফুলটা তখন উঠলো হেসে।

বিষয় : ছড়া কবিতা

মন্তব্য করুন