অফিস থেকে বাবা এলেন
দৌড়ে আসে খুকি,
দরজা খোলার সঙ্গে সঙ্গে
দেয় যে উঁকি ঝুঁকি!
কী এনেছো? বললো খুকি–
দেখি দেখি বাবা,
একটু দাঁড়াও সোনামণি
যা এনেছি পাবা।
শাসন-বারণ চলবে না তো
এক্ষুনি দাও আমায়,
যা এনেছো সবই খাবো
কে বলো আর থামায়?
তড়িঘড়ি দিয়ে দিলেন
এই বলে তার হাতে-
চিসপ-চকলেট খেতে মানা
ধরবে পোকা দাঁতে!
ব্যাগ খুলে সে যায় পেয়ে যায়
রং পেন্সিল খাতা
আঁকবে খুকি মনের সুখে
পশু-পাখি যা তা!
মন্তব্য করুন