আড়মোড় ভেঙে ভোরে খুললে দু’চোখ
কল্পনা করে ফেলি দ্যুলোক-ভূলোক।
আকাশের নীল তলে গা এলিয়ে-হায়
উজ্জ্বল আগামী কে ভাবতে না চায়!

কিন্তু কর্মপ্রিয় রোদের কণা
কড়া নেড়ে ডেকে বলে, ‘শুয়ে থেকো না’
হালকা হিমেলে গাছ, পাতারা নড়ে
কাঁচামিঠা রোদকণা ছড়িয়ে পড়ে।

আবেশে এলিয়ে দিয়ে পাখনাটাকে
দোয়েল, কোয়েল রোদ পোহাতে থাকে।
নিরিবিলি ঝিলিমিলি পুকুরের জল
সোনালি রৌদ্র পড়ে করে জ্বলজ্বল।

ঘুমন্ত পৃথিবীকে নব-উদ্যমে
কর্মে ও কোলাহলে ভরে তোলে, ক্রমে।
নতুন রৌদ্র আনে নতুন এক ভোর
প্রকৃতিতে রোদ যেন প্রাণদ কিশোর।

মিষ্টি আলোর ছিটা মিঠে মিঠে ঘ্রাণ
চঞ্চল করে তোলে তনু-মন-প্রাণ
যা কিছু স্থির ছিলো যা কিছু জড়
রোদের জাদুতে জেগে উঠে পড়!

বিষয় : ছড়া কবিতা

মন্তব্য করুন