ক্যালেন্ডারের একটি পাতায়
ফুল ফুটেছে তিনটি
তিনটি ফুলের মিষ্টি সুবাস
মাতিয়ে রাখে দিনটি।
একটি ফুলের নাম ‘সাতই মার্চ’
আগুন তাতে ঝরছে
বঙ্গবন্ধু স্বাধীনতার
ডাক দেন রেসকোর্সে।
মধ্যিখানে আরেকটি ফুল
সৌরভে অনন্য
‘সতের মার্চ’ জাতির পিতার
জন্মদিনের জন্য।
শেষ ফুলটি ছাব্বিশে মার্চ
স্বাধীনতার সৃষ্টি
ক্যালেন্ডারের তিনটি কুসুম
দেখলে জুড়ায় দৃষ্টি।
মন্তব্য করুন