- ফিচার
- সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা পুনর্বহালের দাবি
সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা পুনর্বহালের দাবি

ছবি: সমকাল
২০১৮ সালে আদিবাসীদের কোটা বাতিল করায় আদিবাসীরা প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন। এ জন্য কোটা পুনর্বহালের দাবি জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ। শুক্রবার ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত জাতীয় আদিবাসী পরিষদের বৃহত্তর ঢাকা কমিটির কর্মিসভায় তারা এ দাবি করেন।
জাতীয় আদিবাসী পরিষদের বৃহত্তর ঢাকা কমিটির আহ্বায়ক হরেন্দ্রনাথ সিং এর সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব বিভূতী ভূষণ মাহাতো, যুগ্ম-আহ্বায়ক বিশুরাম মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদ বৃহত্তর ঢাকা কমিটির সদস্য সুরতি সিং, পরিমল মাহাতো, আদিবাসী ছাত্র পরিষদ নাটোর জেলার সাবেক নেতা রত্নেশ্বর এক্কা প্রমুখ।
কর্মিসভায় বক্তারা বলেন, আদিবাসীদের জন্য সরকারি চাকরিতে কোটার পুনর্বহাল করা জরুরি। আদিবাসীরা পরীক্ষার মাধ্যমে ভাইভা পর্যন্ত পৌঁছালেও চূড়ান্তভাবে নির্বাচিত হচ্ছে না। গত বিসিএস, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস (বিজেএস) সহ প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরির পরীক্ষায় আদিবাসী পরীক্ষার্থীরা ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করলেও চূড়ান্ত ফলাফলে নির্বাচিত হয়নি। এসডিজি বাস্তবায়নে আদিবাসীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না।
সমতলের আদিবাসীদের ভূমি রক্ষা ও ভূমিকেন্দ্রিক সমস্যা সমাধানে পৃথক ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠন, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সংসদে উত্তরবঙ্গের আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ, আদিবাসীদের হত্যা, নির্যাতনসহ সব অত্যাচার বন্ধের দাবি জানান বক্তারা।
এ ছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের বৃহত্তর ঢাকা কমিটির কার্যক্রম বেগবান করতে আগামী ৫ মে ২০২৩ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন